বাংলা নিউজ > বায়োস্কোপ > Sidharth Malhotra-Kiara Advani wedding: সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের নিরাপত্তায় শাহরুখের 'প্রাক্তন', মেহেন্দি পরাবেন বীণা…

Sidharth Malhotra-Kiara Advani wedding: সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের নিরাপত্তায় শাহরুখের 'প্রাক্তন', মেহেন্দি পরাবেন বীণা…

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের নিরাপত্তায় ইয়াসিন

৪ তারিখ থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হলেও ৩ ফেব্রুয়ারি থেকেই জয়সলমেরে অতিথিরা আসতে শুরু করবেন বলে খবর। অতিথিদের জন্য মরুভূমি ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানস্থল ঘিরে থাকছে নানান রকমের খাবারের স্টল। অতিথিদের জন্য একটি উপহার হিসাবে একটি স্পা ভাউচারও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তুতি তুঙ্গে, আর তো কিছু সময়ের অপেক্ষা। রাজস্থানের জয়সলমেরে বসছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর। পরিণতি পাবে বি-টাউনের আরও একটি রিয়েল লাইফ প্রেমের গল্প। ৪-৬ ফেব্রুয়ারি হতে চলেছে সিদ্ধার্থ মালহোত্র-কিয়ারা আডবাণীর বিয়ের অনুষ্ঠান। তারকার বিয়ে বলে কথা, তাই এই বিয়ে নিয়ে সাধারণের মধ্যে আগ্রহের অন্ত নেই।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে নানান খবর ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। সাম্প্রতিক তথ্য অনুসারে, বলিউড কিং শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খানকে বিয়ের নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। আর এতে বোঝাই যাচ্ছে তাঁদের বিয়ের অনুষ্ঠান ঘিরে নিরারত্তায় কোনও গাফিলতি চান না এই তারকা যুগল। প্রয়ঙ্গত ২০১৫-তেই শাহরুখ খানের নিরাপত্তারক্ষীর দায়িত্ব ছেড়ে নিজের সংস্থা খোলেন ইয়াসিন খান।

<p>শাহরুখের প্রাক্তন নিরাপত্তারক্ষী ইয়াসিন</p>

শাহরুখের প্রাক্তন নিরাপত্তারক্ষী ইয়াসিন

৪ তারিখ থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হলেও ৩ ফেব্রুয়ারি থেকেই জয়সলমেরে অতিথিরা আসতে শুরু করবেন বলে খবর। অতিথিদের জন্য মরুভূমি ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানস্থল ঘিরে থাকছে নানান রকমের খাবারের স্টল। অতিথিদের জন্য একটি উপহার হিসাবে একটি স্পা ভাউচারও অন্তর্ভুক্ত করা হয়েছে। থাকছে রাজস্থানের ঐতিহ্যবাহী পুতুল নাচের ব্যবস্থা। বিয়ের খাবারের মেনুতেও থাকছে রাজস্থানি ছোঁয়া, সঙ্গে থাকছে অন্যান্য ভারতীয় ঐতিহ্যবাহী এবং কন্টিনেন্টাল খাবার।

এদিকে ইতিমধ্যেই সিদ্ধার্থ-কিয়ারার জন্য রাজস্থান উড়ে গিয়েছেন মেহেন্দি শিল্পী বীণা নাগড়া। খোলসা করে না বললেও তাঁর ইনস্টাস্টোরিতে এমনই ইঙ্গিত মিলেছে।

জয়সলমেরে রাজকীয় প্রাসাদ যা বর্তমানে বুটিক হোটেলে রূপান্তরিত হয়েছে, সেটিই বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করেছেন এই দুই তারকা। যেটি কিনা আসলে সূর্যগড় প্রাসাদ। এই নিয়ে হবু দম্পতি মুখ না খুললেও এক পাপারাৎজি তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল সিদ্ধার্থ-কিয়ারার ডি-ডে সম্পর্কে বিশদে লেখা হয়েছে, সেখানেই সূর্যগড় প্রাসাদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। খবর বলছে, এই প্যালেসের প্রায় ৮০টি ঘর ১০০ অতিথির জন্য বুক করা হয়েছে। সূর্যগড় প্রাসাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায় সেখানে মোট ৮টি ক্যাটাগরির রুম রয়েছে। যার ভাড়া শুরু ২৮ হাজার থেকে।

সূর্যগড় প্রাসাদের থর হাভেলি মানে সবচেয়ে দামি ঘরখানার ভাড়া ১ লাখ ৩০ হাজার। যেখানে রয়েছে মোট ৩টি ঘর। একসঙ্গে থাকতে পারেন সর্বোচ্চ ৬জন। বিয়ের পর তাহলে কি সেখানেই প্রথম রাতটা কাটাবেন কিয়ারা-সিদ্ধার্থ! এছাড়াও জয়সলমের হাভেলির ভাড়া নাকি এক রাতের জন্য ৯৫ হাজার টাকা, সূর্যগড় স্যুটের এক রাতের খরচ ৭৫ হাজার।

গত মঙ্গলবার রাতে, কিয়ারা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার সঙ্গে দেখা করতে গেলেই ছড়িয়ে পড়ে তিনি তাঁর বিয়ের পোশাক নিতেই সেখানে গিয়েছেন। 

বায়োস্কোপ খবর

Latest News

মালাইকার পাশে অর্জুন, বর্তমান বউকে নিয়ে প্রাক্তন শ্বশুরের শেষকৃত্যে আরবাজ বিয়ে বাড়ি স্টাইলে বাড়িতেই দই কাতলা বানাতে চান? চটপট শিখে নিন পদ্ধতি! বাড়ির ছবি পাঠিয়ে তালিবান নেতাকে চমকে দিয়েছিলেন, ট্রাম্প দাবি করতেই তৈরি হল মিম নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ৪,০০০ kg নিরামিষ খাবার রান্না হবে আজমির শরিফে ‘হয়তো উদযাপন করব, তবে…’! RG Kar নিয়ে এতদিন চুপ, কী বলছেন তৃণমূল-ঘনিষ্ঠ দেবলীনা পেট্রোল, ডিজেলের দাম কমতে পারে? ইঙ্গিতবহ বার্তা পেট্রোলিয়াম সচিবের বর্তমান স্ত্রীকে নিয়ে প্রাক্তনের বাবার শেষকৃত্যে হাজির আরবাজ! ‘এইবার আর শেফ হইনি...’ দ্য বাকিংহ্যাম মার্ডারসে অভিনয় নিয়ে আর কী জানলেন রণবীর? সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ লড়তে হবে, Brics সম্মেলনে ডোভাল,কথা চিনের মন্ত্রীর সঙ্গে ফিরলেন রশিদ খান, নতুন মুখ আব্দুল মালিক! সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.