প্রকাশ্যে আনা হয়েছে এবারের পদ্ম পুরস্কারের তালিকা। পদ্মভূষণ পাচ্ছেন একাধিক বাঙালি। মিঠুন চক্রবর্তীর পাশাপাশি এবার এই সম্মান সম্মানিত হবেন ঊষা উত্থুপও। আর সেই খবর প্রকাশ্যে আসার পর উচ্ছ্বাসে ভাসলেন শশী থারুর।
ঊষা উত্থুপকে নিয়ে কী লিখলেন শশী থারুর?
বৃহস্পতিবার কেন্দ্রের তরফে এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন কংগ্রেস নেতা। সেখানে তিনি তাঁর এবং ঊষা উত্থুপের একাধিক ছবি পোস্ট করেন। জানান গায়িকা এই সম্মান পাওয়ার জন্য তিনি ঠিক কতটা গর্বিত।
আরও পড়ুন: 'না চেয়েও সব পাওয়ার আনন্দ', পদ্মভূষণ পেয়ে 'গর্বিত' 'কাবুলিওয়ালা', আনন্দ জাহির করে কী বললেন মিঠুন
এদিন পোস্টে শশী থারুর ঊষা উত্থুপের জন্য লেখেন, ‘পদ্মভূষণ পাওয়ার জন্য আমি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি আমার বন্ধু ঊষা উত্থুপকে। আমি অত্যন্ত খুশি যে তাঁর এই গুণের সাক্ষী তাঁর কেরিয়ারের একদম শুরুর দিকেই থেকেছিলাম। ১৯৬৯ সালে কলকাতার ট্রিঙ্কাসে ওঁর গান শুনেছিলাম। তারপর এখনও ওঁর সঙ্গে যোগাযোগ আছে বলে আমি খুশি। ওঁ ভীষণই ভালো গান গায়, আর মনের দিক থেকেও ভীষণ ভালো।’ এরপর তিনি তাঁর পোস্টে আরও লেখেন, 'UN দিবসের কনসার্টে ২০০১ সালে ওঁকে আনার জন্য আমি নিজের প্রতিও গর্বিত। ঊষা এটার যোগ্য।'
আর কে কে পদ্মভূষণ পাচ্ছেন?
এবার বাংলা থেকে তিনজন পদ্মভূষণ পাচ্ছেন তাঁদের কাজের জন্য। তবে এঁদের মধ্যে একজন ইতিমধ্যেই প্রয়াত হচ্ছেন। তিনি তাঁর মৃত্যুর পর এই পুরস্কার পাচ্ছেন। মিঠুন চক্রবর্তী তাঁর অভিনয় এবং অভিনয় জগতে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। এছাড়া গানের জন্য একই পুরস্কার তো পাচ্ছেনই ঊষা উত্থুপ। পাবলিক অ্যাফেয়ারের জন্য এই পুরস্কার পাচ্ছেন সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি মৃত্যুর পর এই পুরস্কার পাচ্ছেন।
কোন বাঙালিরা পদ্মশ্রী পাচ্ছেন?
এবার মোট ৩৪ জন পদ্মশ্রী পাচ্ছেন। তাঁদের মধ্যে বাঙালি রয়েছেন অনেকেই। পশ্চিমবঙ্গের ৮ জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী যাঁর গান এদেশেও সমান ভাবে বিখ্যাত, সেই রেজওয়ানা চৌধুরী বন্যা। বলাই বাহুল্য তিনি তাঁর গানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। এছাড়া রতন কাহারও পাচ্ছেন লোকসঙ্গীতে তাঁর অবদানের জন্য এই পুরস্কার। তালিকায় নাম আছে জনপ্রিয় শিল্পী সনাতন রুদ্র পালের। তাঁর হাতের তৈরি প্রতিমা জগৎ বিখ্যাত। তন্দিরা বেগম এবং গীতা রায় বর্মনও এবার তাঁদের শিল্পের জন্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দুজন, এঁরা হলেন নারায়ন চক্রবর্তী এবং একলব্য শর্মা। পুরুলিয়ার দুখু মাঝিও এই পুরস্কার পাচ্ছেন তাঁর সামাজিক কাজের জন্য। আজীবন ধরে তিনি পুরুলিয়াকে সবুজ করে তোলার চেষ্টা করেছেন, গাছ লাগিয়েছেন। সেই জন্যই তিনি এই পুরস্কার পাচ্ছেন।