বাংলা নিউজ > বায়োস্কোপ > Shehnaaz Gill: 'তোমাদের চক্করে...'! পাপারাৎজির জন্য টাকা গেল শেহনাজের, কেন জানেন?

Shehnaaz Gill: 'তোমাদের চক্করে...'! পাপারাৎজির জন্য টাকা গেল শেহনাজের, কেন জানেন?

খুব শীঘ্রই বলিউডে পা রাখবেন শেহনাজ।

সলমনের 'কভি ইদ কভি দিওয়ালি'র হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শেহনাজ। তবে শোনা যাচ্ছিল, 'ভাইজান'-এর সঙ্গে তাঁর মন কষাকষি হওয়ায় ছবির সেট ছেড়েও বেরিয়ে এসেছিলেন পঞ্জাবি গায়িকা তথা অভিনেত্রী।

তারকা হওয়ার কী বিড়ম্বনা! নিজেকে নিখুঁত দেখতে কতই না কাঠখড় পোড়াতে হয় তাঁদের! রাখঢাক না করে এ বার ক্যামেরার সামনেই সে কথা বলে দিলেন শেহনাজ গিল।

ঢিলেঢালা সাদা শার্ট আর ডেনিমের ছিমছাম সাজে সকাল সকাল বেরিয়েছিলেন শেহনাজ। আর তাঁকে লেন্সবন্দি করতে তখনই হাজির পাপারাৎজির দল! বলিউডে তাঁর হাতেখড়ির খুব দেরি নেই! যেমন তেমন নয়, প্রথমেই ঝুলিতে এসে পড়েছে সলমন খানের ছবি। এ হেন শেহনাজ এলোমেলো সাজে ধরা দেবেন ক্যামেরায়? নৈব নৈব চ!

সুযোগ বুঝে একটি স্যালোঁতে ঢুকে পড়েন অভিনেত্রী। তড়িঘড়ি চুল স্ট্রেট করিয়ে নেন। সেখান থেকে বেরতেই ফের ক্যামেরার চেনা ঝলকানি। পাপারাৎজি ঘিরে ধরে তাঁকে। তাঁদের দেখে রসিকতা করে শেহনাজ বলেন, 'তোমাদের চক্করে... আমার মনে হল তোমরা বাইরে দাঁড়িয়ে আছ। তাই আমাকে হাজার টাকা দিয়ে স্ট্রেটনিং করতে হল।'

শেহনাজের এই ভিডিয়ো নেটমাধ্যমে হাসির রোল। অনেকেই নিজের সঙ্গে মিল খুঁজে পেয়েছে তাঁর। তারকাদেরও যে অহেতুক টাকা খরচ অপছন্দ হতে পারে, তা দেখে অবাক নেটিজেনদের একাংশ। ইনস্টাগ্রামে একজন লিখেছেন, 'মেয়েটা কী মিষ্টি!', অন্য জনের বক্তব্য, 'ওর সঙ্গে নিজের মিল খুঁজে পাচ্ছি।'

(আরও পড়ুন: সলমনকে নিয়ে স্পিকটি নট! কাভি ইদ কাভি দিওয়ালি থেকে বাদ পড়ার খবরে শেহনাজ লিখলেন…)

 

সলমনের 'কভি ইদ কভি দিওয়ালি'র হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শেহনাজ। তবে শোনা যাচ্ছিল, 'ভাইজান'-এর সঙ্গে তাঁর মন কষাকষি হওয়ায় ছবির সেট ছেড়েও বেরিয়ে এসেছিলেন পঞ্জাবি গায়িকা তথা অভিনেত্রী। ইনস্টাগ্রামেও নাকি 'আনফলো' করেছিলেন তাঁকে।

(আরও পড়ুন: আনফলো করলেন সলমনকে, ‘কাভি ইদ কাভি দিওয়ালি’ থেকে বাদ পড়েছেন নাকি শেহনাজ)

দিন কয়েক আগে সলমনের সঙ্গে বিবাদ সম্পর্কিত যাবতীয় গুঞ্জন তুড়িতে ওড়ান শেহনাজ। লেখেন, 'ভুয়ো খবরের দৌলতে শেষ কয়েক সপ্তাহ বিনোদন উপভোগ করলাম।'

বন্ধ করুন