শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ছবিটি ২০২৩ সালে মুক্তি পায় বড় পর্দায়। এটি আদতে বাংলা ছবি পোস্তর হিন্দি রিমেক। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনাতেই তৈরি হয়েছে এই ছবিটি। মুখ্য ভূমিকায় ছিলেন মিমি চক্রবর্তী। এটা শিবপ্রসাদ, নন্দিতা এবং মিমির প্রথম ছবি। আর তাতেই এল দুর্দান্ত সাফল্য। প্রথম কোনও বাঙালির ছবি দেখানো হবে সংসদে।
শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী এবার রাজ্যসভায়
শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ছবিটি দেখানো হবে রাজ্যসভায়। এই প্রথমবার কোনও বাঙালির ছবি সংসদে দেখানো হবে। আগামী ২৩ মার্চ জিএমসি বালাযোগী অডিটোরিয়ামে দেখানো হবে এই ছবি। এই ছবির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন রাজ্য সভায় সেক্রেটারি জেনারেল, অভিনেতা পরেশ রাওয়াল, পরিচালক নন্দিতা রায়।
আরও পড়ুন: 'আমার মতো বেহেড মাতালকে ও...' মদের নেশার জন্য ভেঙেছে প্রথম বিয়ে, জাভেদকে কী করে সামলেছিলেন শাবানা?
নন্দিতা রায় এই খবর পেয়ে ভীষণই উচ্ছ্বসিত। তিনি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ' আমার বন্ধু দেবাশিস সাহা বহুদিন ধরে স্বপ্ন দেখছিল যাতে আমাদের ছবিটিকে সংসদে দেখানো হয়। সেটা আবার বাস্তব হতে চলেছে।'
শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ছবিটি প্রসঙ্গে
শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ছবিতে দেখা যায় একটি শিশু যে তার ঠাকুমা দাদুর কাছে মানুষ তার উপর অধিকার কার বেশি, বাবা মা নাকি দাদু ঠাকুমা। এই ছবিতে মুখ্য ভূমিকায় পরেশ রাওয়াল, মিমি চক্রবর্তী, নীতা কুলকার্নি, শিব পণ্ডিতকে দেখা গিয়েছিল। এটি আদতে বাংলা ছবি পোস্তর রিমেক। সেখানেও অভিনয়ে ছিলেন মিমি চক্রবর্তী। তবে সঙ্গে ছিলেন যিশু সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, প্রমুখ।
আরও পড়ুন: দাদাগিরির মুকুটে নতুন পালক! সৌরভের শো - কে বিশেষ সম্মান ডাকবিভাগের, কী বলুন তো?
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের অন্যান্য প্রজেক্ট
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত আমার বস ছবিটির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। রাখি গুলজার অভিনীত এই ছবিটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। এছাড়া এবার পুজোয় আসছে তাঁদের নতুন ছবি বহুরূপী।