বাংলার অন্যতম পুরনো এবং ধারাবাহিক ভাবে চলে আসা রিয়েলিটি শো হল দাদাগিরি। আর এখন এই শোয়ের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ছাড়া এই শো যেন নুন ছাড়া ছাড়া। গোটা বাংলা জুড়ে এই রিয়েলিটি শোয়ের আলাদাই জনপ্রিয়তা আছে। মানুষের মধ্যে এটিকে নিয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা যায়, হবে নাই বা কেন, এখান থেকে যে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ একাধিক তারকার হাঁড়ির খবর পাওয়া যায়। এবার এ হেন শো-কে সম্মান জানাল ভারত সরকারের ডাক বিভাগ। স্বীকৃতি দেওয়া হল। প্রকাশ্যে এল দাদাগিরির স্ট্যাম্প।
আরও পড়ুন: সোহম - পরীমনির ছবিতে এবার তৃতীয় মুখ মধুমিতা, তবে কি থ্রিলারেও থাকবে ত্রিকোণ প্রেমের ছোঁয়া?
দাদাগিরির স্ট্যাম্প প্রকাশ্যে এল
দাদাগিরির সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জি এন্টারটেইনমেন্টের পূর্ব ভারতের চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষের উপস্থিতিতে এই স্ট্যাম্প রিলিজ করা হয়। ভারত সরকারের ডাক বিভাগের তরফে এই স্ট্যাম্প ইস্যু করা হয়েছে। তাঁদের তরফেও স্বীকৃতি দেওয়া হয়েছে এই শো-কে।
আরও পড়ুন: 'আমার মতো বেহেড মাতালকে ও...' মদের নেশার জন্য ভেঙেছে প্রথম বিয়ে, জাভেদকে কী করে সামলেছিলেন শাবানা?
এই স্ট্যাম্প রিলিজ হওয়ার পর সম্রাট ঘোষ জানিয়েছেন, 'এটা দাদাগিরির জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। ডাক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রথম কোনও রিয়েলিটি শোয়ের স্ট্যাম্প প্রকাশ্যে এল। যাঁরা যাঁরা দাদাগিরির সঙ্গে যুক্ত আমি তাঁদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই সম্মানের পর।'
দাদাগিরি ১০ প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। দাদাগিরি এখন বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আগামীতে দোল উপলক্ষ্যে বসন্ত স্পেশ্যাল পর্ব অনুষ্ঠিত হতে চলেছে এখানে।