ফের বিতর্কে পরমব্রত-স্বস্তিকার ছবি শিবপুর। বুধবার দক্ষিণ কলকাতায় আয়োজিত ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যেমন স্বস্তিকা মুখোপাধ্যায় যাননি, তেমনই যাননি পরিচালক অরিন্দম ভট্টাচার্যও। পরিচালকের দাবি, তাঁকে নাকি ট্রেলার লঞ্চে আমন্ত্রণই জানানো হয়নি। এবিষয়ে ঠিক কী বলছেন পরিচালক?
এবিষয়ে বিশদে জানতে পরিচালকের সঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচালক অরিন্দম ভট্টাচার্য জানান, ‘নাহ আমায় আমন্ত্রণই জানানো হয়নি। যদি কেউ দাবি করেন আমন্ত্রণ জানিয়েছি বলে, তাহলে মেইল করে বলতে বলবেন কোথায় আমন্ত্রণ করা হয়েছিল। এটা গোটা ভারতে বোধহয় প্রথম ঘটল, যে ছবি ট্রেলার লঞ্চে পরিচালককেই আমন্ত্রণ জানানো হল না। আমন্ত্রণ জানালে অবশ্যই যেতাম, কেন যাব না।’
আরও পড়ুন-‘যৌন হেনস্থা মজা নয়, ক্ষমার প্রশ্নই ওঠে না’, ট্রেলার লঞ্চে ফের বিতর্কে 'শিবপুর'
আরও পড়ুন-'আমি কৃষ্ণ ভক্ত, পুজো আমায় শান্তি দেয়', বলছেন 'মিঠাই' সৌমিতৃষা
আরও পড়ুন-আদৃত আমার গালে চুমু খাচ্ছে, এমন ছবিও বানানো হয়েছে, খুব রাগ হয়েছিল: সৌমিতৃষা
পরিচালক অরিন্দম ভট্টাচার্য বলেন, ‘আমার সঙ্গে আর স্বস্তিকার সঙ্গে সংঘাতটা আলাদা আলাদা ইস্যু। আমার সঙ্গে ক্রিয়েটিভ বিষয় নিয়ে সংঘাত হয়। আমার ক্রিয়েটিভিটির (সৃজনশীলতা) মধ্যে মাথা ঘামানো হয়েছিল, সেজন্য মত বিরোধ হয়। স্বস্তিকা যেহেতু আমায় সমর্থন করেছিলেন, তাই ওকে হুমকি দেওয়া হয়। তবে বিষয়গুলি না মিটলেও ধামাচাপা পড়ে গিয়েছিল। কেউ যদি সেই ইগো ধরে রাখে কী বলব বলুন! সিনেমাটা ভালো তৈরি হয়েছে, সবার মতো আমিও চাই শিবপুর ভালো চলুক। এত ইগো নিয়ে চলা যায় না। আমায় ডাকলে নিশ্চয় যেতাম। আমি ইগো নিয়ে চলি না। কিন্তু আমাকে তো আমন্ত্রণই করা হল না, তাহলে কীভাবে যাই! আর স্বস্তিকাকেও অনেক পড়ে আমন্ত্রণ জানানো হয়। ১১ তারিখ ওকে মেইল করা হয়। ফোনও করা হয়নি ওঁকে। এদিকে বাকি সকলকেই কিন্তু আমন্ত্রণ করা হয়েছিল। কেউ কেউ যাননি কারণ আমায় আমন্ত্রণ করা হয়নি সেটা জেনে।’
অরিন্দম ভট্টাচার্যের কথায়, ‘চিত্রনাট্য লিখলাম, ছবিটা বানালাম, তারপরেও এটা…। রাগারাগি হতেই পারে, তবে যে প্রজেক্টটা হল সেটা তো সবারই। আমি তো আমার মতো করে করেছি, যাতে ওঁরা পাবলিসিটি পান, টাকা পান। আমার দুঃখ হয় এটা ভেবে যে ইগোটাই বড় হয়ে গেল। আমি তো এবার পরের ছবি নিয়ে ভাবব। তবে অবশ্যই চাইব, শিবপুর সবাই দেখুন। কারণ, এটা আমি বানিয়েছি। তবে ছবি মুক্তির সময় যদি ডাকা হয় নিশ্চয় যাব, আমার ইগো নেই। আর না ডাকলে হলে গিয়ে এমনিই দেখে নেব।’
এদিকে ছবির নির্মাতারা জানিয়েছেন ট্রেলারলঞ্চে সকলকেই আমন্ত্রণ করা হয়েছে। তবে পরিচালককে আমন্ত্রণা জানানো হয়েছে কিনা প্রশ্ন করা হলে তাঁরা বলেন খোঁজ নিয়ে বলতে পারব।