অভিনেত্রী শিল্পা শেট্টির নেটমাধ্যমের পাতায় চোখ রাখলে দেখতে পাবেন, স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি তিনি ভোজন রসিকও। অভিনেত্রী যেমন নিজে খেতে ভালোবাসেন, তেমনি অপরকে খাওয়াতেও ভালোবাসেন। সম্প্রতি মুম্বইয়ে আলোকচিত্রীদের পিৎজ্জা ট্রিট দিলেন শিল্পা। রবিবার নিজের হাতে করে তাঁদের পিৎজা খাওয়ালেন অভিনেত্রী।
শিল্পা একটি নতুন পিৎজা ক্যাফে চালু করেছেন, যার নাম বিৎজা। ইনস্টাগ্রামে ক্যাফের বিভিন্ন খাবারের ঝলক একটি ভিডিয়োতে শেয়ার করেছেন অভিনেত্রী। এরপরই পাপারাৎজ্জির জন্য ক্যাফে থেকে পিৎজা ট্রিট দেন শিল্পা।
আরও পড়ুন: ‘আমি নিজেকে ইন্ডাস্ট্রি বলিনি, আমাকে এত গালাগালি…’, মুখ খুললেন প্রসেনজিৎ
এক পাপারাৎজ্জোর অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, লাল পোশাক পরে অভিনেত্রী। দু-হাতে দুটি পিৎজা বক্স। ক্যাফের বাইরে অভিনেত্রীর ছবি নিতে আসা ক্যামেরা পার্সনদের জন্য এই ট্রিট অভিনেত্রীর তরফে। সকলের জন্য নিজের হাতে পিৎজা নিয়ে আসেন। ক্যাফের বাইরে অবস্থানরত আলোকচিত্রীদের পিৎজার টুকরো নিতে বলেন নায়িকা। ভিডিয়োতে শিল্পা বলছেন, ‘এটা ফটোগ্রাফারদের জন্য। তোমাদের জন্য এটা।’ যদিও সেই সময় ফটোগ্রাফাররা সবাই শিল্পার ছবি তুলতে ব্যস্ত ছিল।
২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা শেট্টি। ২০১২ সালে ছেলে বিহানের জন্ম হয়। ২০২০ সালে সারোগেসির মাধ্যমে মেয়ে শামিসা কোল আলো করে আসে দম্পতির।
শিল্পাকে শেষ দেখা গিয়েছিল ‘নিকাম্মায়’, অভিমন্যু দাসানি এবং শার্লি সেটিয়ার সঙ্গে। শীঘ্রই রোহিত শেট্টির ‘পুলিশ ফোর্স’য়ে দেখা যাবে তাঁকে। এই ছবি দিয়েই ওটিটিতে ডেবিউ করবেন শিল্পা।