কথায় আছে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ! সুস্মিতা ভক্তদের মুখে যখন চওড়া হাসি তখন মন খারাপ শ্রাবণী ভুঁইয়ার ফ্যানেদের। স্লট লিডার হওয়া সত্ত্বেও মাত্র তিন মাসেই জায়গা হারাচ্ছে মাধবীলতা। হ্যাঁ, আগামী ৫ই ডিসেম্বর থেকে স্টার জলসার পর্দায় সন্ধ্যা সাড়ে আটটায় মাধবীলতার বদলে দেখা যাবে ‘পঞ্চমী’। যে ধারাবাহিকের সঙ্গে ফের জলসার পর্দায় ফিরছেন সুস্মিতা দে। মাত্র তিন মাসেই বন্ধ হয়েছিল ‘বউমা একঘর’। সেই ব্যর্থতা ভুলে এবার নতুন ইনিংস ‘অপরাজিতা অপু’ খ্যাত নায়িকার। কিন্তু বারবার স্লট বদলে বেশ বিরক্ত দর্শক তা বোঝা যাচ্ছে চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজ গুলোতে নজর বোলাতেই।
স্লট লিডার হওয়ার পরেও কেন জায়গা হারাতে হল মাধবীকে? অবাক ধারাবাহিকের ভক্তরা। ‘মন ফাগুন’ শেষ হওয়ার পর গত অগস্টে শুরু হয়েছিল ‘মাধবীলতা’র সফর। ‘লক্ষ্মী কাকিমা’কে জোরদার টেক্কা দিয়েছে এই মেগা তবুও শেষরক্ষা হল না। এই নিয়ে ট্রোলের মুখেও পড়তে হচ্ছে শ্রাবণী-সুস্মিত জুটিকে। ‘পেনের কালি না থাকায় পদার্থবিদ্যায় ৯৮’ পাওয়া মাধবীলতার সঙ্গে অবিচার করছে ‘জুলু কাকু’, এই বলে ট্রোলিং শুরু করে দিয়েছে ‘মন ফাগুন’ ভক্তরা।
এর পাশাপাশি বড় প্রশ্ন হল তবে কি মাত্র তিন মাসেই শেষ হয়ে যাচ্ছে ‘মাধবীলতা’? নাকি স্লট বদল হচ্ছে? এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও জানা যাচ্ছে বিকাল ৫টার স্লটে এগিয়ে আনা হচ্ছে ‘মাধবীলতা’কে। তাই জঙ্গলকন্যা মাধবী আর তাঁর ছবিবাবুর কাহিনিতে এখনই ইতি পড়ছে না।
কেমন হবে ‘পঞ্চমী’র গল্প? প্রোমো দেখে যা আভাস তাতে ‘নাগিন’ হিসাবে দেখা যাবে সুস্মিতাকে। নাগপঞ্চমী তিথিতে মন্দিরে জন্ম নেওয়া পঞ্চমীর কথা শোনে সাপেরা, এমনটাই উঠে এসেছে প্রথম প্রোমোতে। যা দেখে সকলের ধারণা নাগকন্যা পঞ্চমী। প্রোমোতে গল্পের হিরো অবশ্য ধরা দেননি। হিন্দিতে ‘নাগিন’ অত্যন্ত জনপ্রিয় মেগা, সে জায়গায় বাঙালি দর্শকদের উপর কতটা প্রভাব ফেলবেন এই নাগকন্যা সেটা দেখবার।
সুস্মিতা-রাজদীপ জুটির পঞ্চমীর প্রমো পড়ে এলেও চটজলদি এর সম্প্রচার সময় ঘোষণা করে দিল চ্যানেল। অন্যদিকে নীল-তিয়াসা ভক্তদের মনে প্রশ্ন কবে থেকে শুরু হচ্ছে ‘বাংলা মিডিয়াম’? ডিসেম্বরেই শুরু হওয়ার কথা জলসার এই মেগারও। ‘বাংলা মিডিয়াম’-এর আগমনে কপাল পুড়তে পারে খড়ি-ঋদ্ধিদের জোর জল্পনা টেলিপাড়ায়। সন্ধ্যা সাতটার স্লটেই ‘কৃষ্ণকলি’ জুটিকে ‘জগদ্ধাত্রী’র বিরুদ্ধে মাঠে নামাতে চায় স্টার জলসা। তাহলে ‘গাঁটছড়া’র ভবিষ্যত কী? সেই দিকেই এখন নজর।