প্রায় সাড়ে তিন মাসের সফর শেষ, রবিবার হয়েছে বিগ বস ১৭-র গ্র্যান্ড ফিনালে। সকলকে অবাক করে ট্রফি জিতেছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। তৃতীয় হয়েছেন মান্নারা চোপড়া। আর এবার Bigg Boss শেষ হতেই মান্নারার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী শ্রদ্ধা দাস।
কী অভিযোগ শ্রদ্ধা দাসের?
শ্রদ্ধা দাসের কথায়, মান্নারা তাঁকে এমনভাবে মারধর করেছেন, অপমান করেছেন যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তাঁর শরীরে রক্ত জমাট বেঁধেছিল। শ্রদ্ধা জানিয়েছেন, এই সবই ঘটেছিল ২০১৪ সালে তাঁদের ছবি জিদ-এর শ্যুটিং চলাকালীন। শ্রদ্ধার কথায় ঘটনা ঘটে যখন তাঁরা ছবির জন্য ফাইট সিকোয়েন্সের শুটিং করছিলেন। যে দৃশ্যের মাধ্যমে শ্যুট শুরু হয়েছিল তাতে মান্নারার তাঁকে সিঁড়ি থেকে ধাক্কা দেওয়ার কথা ছিল।
শ্রদ্ধা দাসের কথায়, ‘অ্যাকশন ডিরেক্টর আমাকে হালকাভাবে ধাক্কা দেওয়ার বলেছিলেন, কিন্তু মান্নারা তা করেননি। যখন আমি সিঁড়ি থেতে পড়ে গিয়েছিলাম এবং উঠে বলেছিলাম বিষয়টা একটু সহজভাবে নিতে। আমি ভেবেছিলাম, যে মান্নারা নতুন, তাই হয়ত ও খুব বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে না। মান্নারা বলেন, যে তিনি এরপর থেকে নরম হবেন, তবে পরের শটের ঠিক পরেই, মান্নারা ফের আক্রমণাত্মক হয়ে ওঠেন। ফের আমাকে জোরে আঘাত করতে শুরু করেন।’
শ্রদ্ধা আরও জানান, 'তাঁকে (মান্নারাকে) অ্যাকশন ডিরেক্টর চোখে চোখ রেখে দৃশ্যগুলি শ্যুট করার অনুরোধ করেন, তবে মান্নারা অ্যাকশন ডিরেক্টরের কোনও কথাতেই কান দেননি।' শ্রদ্ধার কথায়, ‘আমাদের রাবার ও থার্মোকলের লাঠি দিয়ে একটি ফাইট সিকোয়েন্স শুট করার কথা ছিল, কিন্তু মান্নারা একটা আসল বাঁশের লাঠি তুলে নিয়ে মারামারি শুরু করে। তাতে আমার ডান চোখে আঘাত লাগে। হ্য়াঁ, ঠিক এটাই ঘটেছিল। আমি আর সহ্য করতে পারিনি, চিৎকার করতে শুরু করি। আমাকে সেদিন হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল'।
শ্রদ্ধা বলেন, ব্যথা এবং ফোলা চোখ সত্ত্বেও তিনি পরের দিন সেটে ফেরেন তবে এরপর ফের তাঁর উপর হামলা হয়। শ্রদ্ধা বলেন, ‘একটা দৃশ্যের জন্য আমাকে দড়ি দিয়ে ঝুলতে হয়েছিল এবং মান্নারাকে আমার বুকে হালকাভাবে আঘাত করতে বলা হয়। তবে মান্নারা পাগল হয়ে গিয়েছিল, ও বুকের ঠিক নীচে আমাকে জোরে লাথি মারে। তার উপর ও হিল জুতো পরেছিল। ফাইট সিকোয়েন্সের শেষে, আমার শরীরে প্রায় ৩০ টিরও বেশি জায়গায় রক্ত জমাট বেঁধেছিল।’
২০১৪ সালে ‘জিদ’-এর প্রচারের সময় যখন বিভিন্ন চ্যাট শো চলছিল, তখন এক সাংবাদিক মান্নারাকে ফিল্মের সেটে তাঁর হিংসাত্মক আচরণ নিয়ে প্রশ্ন করেছিলেন। তবে মান্নারার তুতো বোন প্রিয়াঙ্কা চোপড়া সেদিন সেই প্রচারমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রিয়াঙ্কা সেই হিংসাত্মক আচরণের কথা হেসে উড়িয়ে দেন। তিন বোনের হয়ে দাবি করেন অ্যাকশন এবং লড়াইয়ের দৃশ্যগুলিতে এভাবেই কাজ করা হয়।'