2/10শ্রেয়ার জন্মদিনে ফিরে দেখা যাক গায়িকার পারিবারিক কিছু মুহূর্ত।
3/10১৯৮৪-র ১২ মার্চ, মুর্শিদাবাদের বহরমপুরে এক ব্রাহ্মণ,বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন শ্রেয়া ঘোষাল। যদিও শ্রেয়ার বেড়ে ওঠা রাজস্থানে কোটা শহরে, কারণ কর্মসূত্রে গায়িকার বাবা বিশ্বজিৎ ঘোষাল সেখানেই থাকতেন।
4/10জন্মের কিছুদিন পর ছোট্ট শ্রেয়া ঘোষাল, ১৯৮৪ সালে তোলা সাদাকালো ছবিটি পোস্ট করেছিলেন গায়িকা নিজেই।
5/10শ্রেয়ার ঘোষালের মা শর্মিষ্ঠা ঘোষাল ছিলেন সাহিত্যের ছাত্রী, শ্রেয়ার এক ভাইও রয়েছেন, নাম সৌম্যদীপ ঘোষাল।
6/10পরবর্তী সময়ে বাবার বদলির কারণে রাজস্থান থেকে মুম্বইয়ে চলে আসেন শ্রেয়া ঘোষাল ও তাঁর পরিবার। মুম্বইয়ের একটি স্কুলে পড়াশোনা শুরু করেন, তখন থেকেই শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রেয়ার বন্ধুত্ব, পরবর্তী সময়ে যেটি প্রেমের দিকে গড়ায়। যদিও বরাবর নিজেদের সম্পর্ককে ব্যক্তিগতই রেখেছেন শ্রেয়া।
7/10মাত্র ৪ বছর বয়সেই গান শেখা শুরু করেছিলেন শ্রেয়া ঘোষাল, সঙ্গীতের প্রতি ভালোবাসাই তাঁকে ধীরে ধীরে খ্যাতির শিখরে পৌঁছে দেয়।
8/10দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৫ সালে বাঙালি রীতিমেনে সাতপাকে বাঁধা পড়েন শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায়।
9/10২০২১-র ২২ মেয়ে পুত্র সন্তানের জন্ম দেন শ্রেয়া ঘোষাল, নাম রাখেন দেবয়ান। নামের বানান নিয়ে তাঁর কিছু বাঙালি অনুরাগীর সংশয় থাকায় সেসময় সঠিক বানানটি নিজেই লিখে দিয়েছিলেন শ্রেয়া।
10/10মাত্র ৪ বছর বয়ে গান শেখা শুরু করেছিলেন শ্রেয়া ঘোষাল, সঙ্গীতের প্রতি তাঁর ভালোবাসাই শ্রেয়াকে পরবর্তী সময়ে খ্যাতির শিখরে নিয়ে যায়।