পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনের যন্ত্রণা এখনও দগদগে। ২০২২ সালের ২৯ মে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল পঞ্জাবি গায়ককে। সেই নির্মম ছবিতে শিউরে উঠেছিল গোটা দেশ। ঘটনার পর প্রায় দু-বছর অতিক্রান্ত। মঙ্গলবার সামনে এসেছে সুখবর, ফের মা হতে চলেছেন সিধু মুসেওয়ালার ৫৮ বছর বয়সী মা। আরও পড়ুন-সিধু মুসেওয়ালার মৃত্যুর ক্ষত মোছেনি! ফের অন্তঃসত্ত্বা প্রয়াত গায়কের ৫৮ বছরের মা
সিধু মুসেওয়ালা একমাত্র সন্তান ছিলেন পঞ্জাবের মুসার দম্পতি বালকৌর সিং সিধু ও চরণ কৌর সিধুর। ছেলের মৃত্যুশোক বুকে চেপে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পথে হেঁটে ফের সন্তানধারণের সিদ্ধান্ত নেন তাঁরা, জানিয়েছে এক ঘনিষ্ঠ। এই খবর সামনে আসার কয়েক ঘন্টার মধ্যেই ঘটে গেল হাড়হিম করা ঘটনা।
মুসেওয়ালার ঘনিষ্ঠ বন্ধু তথা ম্যানেজার বান্টি বেইনসকে মোহালিতে গুলি করে খুনের চেষ্টা আততায়ীদের। অল্পের জন্য প্রাণে বাঁচেন বান্টি। ইন্ডিয়া টুডের রিপোর্টানুসারে, মোহালির সেক্টর ৭৯-র এক রেস্তোরাঁয় বান্টিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। তবে অক্ষত রয়েছেন মুসেওয়ালার বন্ধু তথা সহকর্মী।
আজ তক-কে পঞ্জাবি সঙ্গীতশিল্পী তথা মুসেওয়ালার ম্যানেজার জানান, পরে ফোন করে তাঁর কাছ থেকে ১ কোটি টাকা দাবি করা হয়। সেই টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি আসে। সিধু মুসেওয়ালার পরিবারের খুশির খবরের মাঝেই ফের আতঙ্কের ছায়া!
২০২২-এ কংগ্রেসের টিকিটে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়ে হেরে যান মুসেওয়ালা। পঞ্জাব সরকার সিধু মুসেওয়ালার নিরাপত্তায় কাটছাঁট করার পরেরদিনই গায়কের গ্রাম মুসার কাছেই গুলি করে হত্যা করা হয় তাঁকে। জানা যায়, সিধু মুসেওয়ালার শরীরে ৩০ রাউন্ড গুলি চালানো হয়। পরে ফেসবুক পোস্টে মুসেওয়ালা খুনের চক্রান্তে জড়িয়ে থাকার কথা স্বীকারও করে নিয়েছিল গোল্ডি ব্রার। এই ঘটনায় মূলচক্রী জেলবন্দি লরেন্স বিষ্ণোই। বান্টি বেইনস কে বা কারা খুনের চেষ্টা করেছে তা এখনও জানা যায়নি।
চরণ কৌর সিধুর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে মুসেওয়ালার পরিবারের তরফে এখনও কোনওরকম বিবৃতি মেলেনি। তবে জানা যাচ্ছে, মার্চ মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তিনি।
২০১৭ সালে, সিধু মুসেওয়ালা তাঁর প্রথম গান ‘জি ওয়াগন’ দিয়ে গানের দুনিয়ায় পা রাখেন। নিজের গাওয়া জনপ্রিয় বেশকিছু গানের অ্যালবামের মাধ্যমে দ্রুত খ্যাতি অর্জন করেন সিধু। সিধু হিট গানগুলির মধ্যে রয়েছে ‘লিজেন্ড’, ‘সো হাই’ এবং ‘দ্য লাস্ট রাইড’ এর মতো হিট গানগুলি।