রাজ চক্রবর্তী এখন চরম ব্যস্ত! একটার পর একটা ছবি নিয়ে কাজ করে চলেছেন। সদ্যই তিনি শেষ করেছেন বাবলি ছবির শ্যুটিং। তারপরই শুরু করে দিয়েছেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে তাঁর নতুন ছবিটি। আর সেই ছবির একাধিক বিহাইন্ড দ্য সিন দৃশ্য প্রকাশ্যে এসেছে। এবার একটি নতুন ছবি শেয়ার করলেন ঋত্বিক চক্রবর্তী।
ঋত্বিক চক্রবর্তীর নতুন পোস্ট
ঋত্বিক চক্রবর্তী এদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেখানে তাঁদের দুজনকে মুখোমুখি বসে থাকতে দেখা যাচ্ছে। ঋত্বিকের পরনে ফর্মাল পোশাক। একটি নীল শার্টের সঙ্গে ছাই রঙা ট্রাউজার পরে আছেন তিনি। অন্যদিকে মিঠুন চক্রবর্তীর পরনে শার্ট এবং কালো প্যান্ট। পায়ে হাওয়াই চপ্পল। তাঁদের দেখেই বোঝা যাচ্ছে তাঁরা গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনায় মগ্ন।
এই ছবিটি পোস্ট করে ঋত্বিক চক্রবর্তী লেখেন, 'গল্পে-গল্পে আর একটা দিন পার করে দে, সঙ্গে থাকুক জঠর কিম্বা মাথার খিদে। রাজ চক্রবর্তীর ছবির সেটে।'
রাজের ছবিতে মিঠুন
এসভিএফের প্রযোজনায় আসছে এই ছবিটি। সেটারই একাধিক ক্লিপিং প্রকাশ্যে এসেছে। এখানে মুখ্য ভূমিকায় মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। অন্যান্য চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, অনসূয়া মজুমদার, প্রমুখ। জানা গিয়েছে এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
আরও পড়ুন: ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে লোকসভার প্রচার শুরু 'দিদি নম্বর ওয়ান' রচনার, একইদিনে সিঙ্গুরে লকেট
আরও পড়ুন: ঠিক যেন দম মারো দমের জিনাত! প্রকাশ্যে শ্রীলেখার আইটেম গার্ল লুক, অভিনেত্রীর নাচ দেখা যাবে কোন ছবিতে?
রাজ চক্রবর্তী-মিঠুন চক্রবর্তীর অন্যান্য প্রজেক্ট
রাজ চক্রবর্তী পরিচালিত বাবলি ছবিটির শ্যুটিং শেষ হয়েছে সদ্য। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় অভিনীত ছবিটি কবে আসবে এখনও জানা যায়নি। অন্যদিকে মিঠুন চক্রবর্তীও সদ্যই শাস্ত্রী ছবিটির শ্যুট শেষ করেছেন। সেই ছবিটি এইবার পুজোয় মুক্তি পাবে।