যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সৃজন ভট্টাচার্য এবার লোকসভা নির্বাচনে লড়াই করবেন। সিপিআইএমের তরফে এবারের লোকসভা নির্বাচনের ১৬ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর সেখান থেকেই জানা গিয়েছে এবার যাদবপুর থেকে কাস্তে হাতুড়ি তারার হয়ে লড়ছেন সৃজন। তাঁর কলেজ তো বটেই, তাঁর বাড়িও এই লোকসভা কেন্দ্রেই। কসবার হালতুতে থাকেন তিনি। প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরই তিনি প্রচার শুরু করে দিয়েছেন। এই একই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই লড়বেন সায়নী ঘোষ। তিনি কী জানালেন সৃজনের জন্য?
যাদবপুরে সায়নী বনাম সৃজন
গতবছর লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে সিপিআইএমের তরফে লড়াই করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর বিপরীতে ছিলেন তৃণমূলের মিমি চক্রবর্তী। মিমির কাছে হেরেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার মিমি টিকিট পাননি, বরং এই কেন্দ্র থেকে শাসক দলের হয়ে লড়বেন সায়নী ঘোষ। অন্যদিকে সদ্যই সিপিআইএমের তরফে জানানো হয়েছে এই কেন্দ্র থেকে তাঁদের প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজনের নাম ঘোষণা হতেই তিনি জানিয়েছেন, 'যাদবপুর জানে আমার প্রথম সব কিছু।' হবে নাই বা কেন! তিনি যে এখানকার ছেলে, ছাত্র।
আরও পড়ুন: ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে লোকসভার প্রচার শুরু 'দিদি নম্বর ওয়ান' রচনার, একইদিনে সিঙ্গুরে লকেট
আরও পড়ুন: 'সময় এসে গিয়েছে...' বলিউডের তিন খান এবার এক ছবিতে? শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন আমির!
সৃজনের বিপক্ষে আছেন সায়নী ঘোষ। তিনি এদিন সিপিআইএমের প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন। সৃজনের উদ্দেশ্যে সায়নী একটি সাক্ষাৎকারে বলেছেন, 'সৃজনে অনেক শুভেচ্ছা। কিন্তু আমার এই লড়াই কেবল সৃজন বা অনির্বাণ (অনির্বাণ গঙ্গোপাধ্যায়) বাবুর বিরুদ্ধে না। লড়াই বিজেপির বিরুদ্ধে। বহিরাগত শক্তির বিরুদ্ধে আমার এই লড়াই।'
সায়নীর এই বক্তব্যের উত্তরে সৃজন বলেছেন, 'ওঁকে আমার শুভেচ্ছা। আমি ওঁর অভিনয় দেখেছি। ভালো লেগেছে। উনি ভালো থাকুন।' প্রসঙ্গত সৃজন ভট্টাচার্য এই প্রথমবার লোকসভা নির্বাচন লড়লেও তিনি এর আগে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। কিন্তু সিঙ্গুর থেকে জিততে পারেননি তিনি। তবে এবারের লোকসভা নির্বাচন নিয়ে আশাবাদী তিনি।
লোকসভা নির্বাচন নিয়ে কী বললেন সৃজন?
এদিন সৃজন তাঁর বক্তব্যের জানান, যাদবপুর নাকি তৃণমূলের উপর বিরক্ত। বিজেপি নাকি তৃণমূলের চোরদের ধরবে না। তাই যাদবপুর এখন বিকল্প খুঁজছে। তাই তিনি আশাবাদী। এদিন সৃজন জানান, 'কাস্তে হাতুড়ি তারা লড়াই করছে। আমি লড়ছি না। তাই আমার উল্টোদিকে কে সেটা নিয়ে আমার কোনও কিছু বলার নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস কী কী গোলমাল করেছে সেটাই তুলে ধরব আমরা।'