আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে রেডিয়োর চল বেশ অনেকটাই কমেছে। কিন্তু গণমাধ্যমের এই মাধ্যমটি এত বদলের মাঝে কিন্তু এখনও ব্রাত্য হয়ে যায়নি। বরং একাধিক রেডিয়ো স্টেশন সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের নতুন ভাবে তুলে ধরছে। শ্রোতাদের মন নতুন করে আকর্ষিত করতে চাইছে। আর তাদেরই অন্যতম হল ৯৪.৩ রেডিয়ো ওয়ান। যা নতুন ভাবে নতুন নামে আত্মপ্রকাশ করল রেডিয়ো নেশা হিসেবে। আর এটার সবথেকে বড় চমক কী জানেন? শান। হ্যাঁ, গায়ক শান এই রেডিয়ো স্টেশনে এবার আরজে হিসেবে থাকবেন।
রেডিয়ো নেশার আরজে শান
গত ২৫ ফেব্রুয়ারি কলকাতার সায়েন্স সিটি অডিটরিয়ামে ছিল শানের একক শো। সেই শোয়েই নতুন ভাবে আত্মপ্রকাশ করল রেডিয়ো নেশা। এই রেডিয়ো স্টেশনে এবার নিয়মিত আরজে হিসেবে থাকবেন গায়ক।
আরও পড়ুন: সাভারকার হয়ে উঠতে জেলে নিজেকে বন্দি করে রাখেন রণদীপ! লেখেন, 'আমি ২০ মিনিটও পারিনি, আর উনি...'
সকলেই জানেন রেডিয়ো ওয়ান মানেই পুরনো দিনের গান, নাম পাল্টালেও রেডিয়ো নেশাতেও তার অন্যথা হবে না। আর বাঙালি বা গোটা ভারতীয়দের কাছে পুরনো দিনের গান বলতে যাঁদের নাম মনে পড়ে তাঁদের অন্যতম হলেন কিশোর কুমার। সেই কিশোরদার গান নিয়েই নিজের অনুষ্ঠান সাজাবেন শান।
রেডিয়ো নেশায় শানের শোয়ের নাম ক্রেজি ফর কিশোর। প্রতি সোমবার থেকে শুক্রবার এই শো শুনতে পারবেন শ্রোতারা। তবে কেবল গান নয়। একই সঙ্গে কিশোর কুমারের বিষয়ে একাধিক অজানা বা কম জানা তথ্য জানানো হবে এই শোয়ের মাধ্যমে।
রেডিয়ো নেশার প্রসঙ্গে
এখানে শান ছাড়াও আরজে হিসেবে থাকছেন বাংলার একাধিক জনপ্রিয় আরজে, যেমন আরজে অরবিন্দ, আরজে দেব, প্রমুখ। ফলে যাঁরা পুরনো দিনের গান শুনতে ভালোবাসেন তাঁদের কাছে এই রেডিয়ো স্টেশন নেশা আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠল সেটা বলার অপেক্ষা রাখে না।