দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ তো এখন বাসি খবর। এমনকি এই পর্ব কবে দেখানো হবে সেটাও এতক্ষণে সকলেই জেনে গিয়েছেন। কিন্তু জানেন কি এই পর্বে নিজের ছোটবেলা নিয়ে কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন জি বাংলার তরফে নতুন প্রোমো প্রকাশ্যে নিয়ে আসা হয়। সেখানে দেখা যাচ্ছে রচনার পাশে বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়, প্রমুখ। সেখানেই সঞ্চালিকা রচনা যখন জিজ্ঞেস করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলা সম্পর্কে তখন তিনি একটাই কথা বলেন যে তাঁর ছোটবেলা হারিয়ে গিয়েছে।
আরও পড়ুন: আইনি বিয়ে সেরে মালা পরাতে ভুলেই গেলেন কাঞ্চন! নতুন বরকে জাপটে ধরে চুমু শ্রীময়ীর
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'আমার বাবা আমার অনেক ছোট বয়সে মারা যান। তখন গোটা সংসারের দায়িত্ব এসে পড়ে আমার কাঁধেই। আমি মাঝ রাতে, রাত ৩-৪ টে নাগাদ উঠে সমস্ত রান্না বাড়ি করে স্কুলে যেতাম। আমার ছোটবেলাটা কবে যেন হারিয়ে গিয়েছে।' প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের মাত্র ১৭ বছর বয়সেই তাঁর বাবা চলে যান।
এদিন খেলতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে রুটি বেলতে দেখা যাবে। বাজাবেন ধামসা। বাদ দেবেন না রচনা এবং ডোনার হাত ধরে নাচতে। এদিন বাকি দুই প্রতিযোগী থাকবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং অরুন্ধতী হোমচৌধুরী।
দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়ে কী বললেন রচনা?
দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে এই শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 'এতদিনে আমার শোয়ের নাম সার্থক হল।' বুধবার দুপুর ১২টায় এদিন ডুমুরজলা স্টেডিয়ামে পৌঁছন মুখ্যমন্ত্রী। আড়াই ঘণ্টার মধ্যে শ্যুটিং সেরে সেখান থেকে বেরিয়ে যান তিনি।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।