বাংলা নিউজ > বায়োস্কোপ > Sneha Ullal-Salman Khan: জীবনের প্রথম নায়ক সলমনের সঙ্গে দেখা হয়? স্নেহা বললে, 'আমি ভীষণই অসামাজিক…'

Sneha Ullal-Salman Khan: জীবনের প্রথম নায়ক সলমনের সঙ্গে দেখা হয়? স্নেহা বললে, 'আমি ভীষণই অসামাজিক…'

সলমন খান ও স্নেহা উল্লাল

স্নেহা বলেন, ‘আসলে আমি ভীষণই অসামাজিক মানুষ, যদিও সেটা মোটেও ভালো বিষয় নয়। যদিও উনি সমসময় আমাকে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছেন। উনি চাইতেন, আমি পার্টিতে যাই, কিছুটা আনন্দ করি। আসলে বলিউডে পার্টিতে যেতে হয়, সকলের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, আর আমি বিশেষ পার্টি করার মানুষ নই।’

ফের একবার পর্দায় ফিরছেন সলমন খান 'লাকি: নো টাইম ফর লাভ' ছবির নায়িকা। হ্যাঁ, ঠিকই ধরেছেন স্নেহা উল্লালের কথা-ই বলছিলাম। খুব শীঘ্রই ‘স্কার’ ছবিতে দেখা যাবে স্নেহাকে। সম্প্রতি, নিজের ছবি নিয়েই একাধিক সাক্ষাৎকারের মুখোমুখি হচ্ছেন স্নেহা। অভিনেত্রী জানান, মার্কিন মুলুকে ৯/১১-হামলার সেই ভয়াবহ জঙ্গি হামলার ঘটনাকে প্রেক্ষাপট করেই তৈরি হয়েছে 'স্কার' ছবির গল্প। যেখানে হামলার ঘটনার পর মার্কিন মুলুকে বসবাসকারী শিখরা অনেকক্ষেত্রে টার্গেট হয়ে দাঁড়িয়েছিলেন। আর তা মার্কিন মুলুকে বর্ণবৈষম্যের কারণেই। 'স্কার' ছবিতে অ্যাডাম সাইনির বিপরীতে, তাঁর স্ত্রী হিসাবে দেখা যাবে স্নেহাকে।

আরও পড়ুন-‘যেটাই বলছি তাতেই সমালোচনা, লোকে আমার বুড়ি বলছে’, কষ্ট পেলেন চাহাত খান্না!

আরও পড়ুন-মাথার পিছনের দিকের চুল পুরো উড়িয়ে দিয়েছিলেন হেয়ারস্টাইলিস্ট, কেঁদে ভাসিয়েছিলাম: টুইঙ্কেল খান্না

সাক্ষাৎকারে সাম্প্রতিক বি-টাউনের ট্রেন্ড প্রসঙ্গে এবং তাঁর প্রথম ছবির নায়ক সলমন খান সম্পর্কেও মুখ খুলেছেন স্নেহা উল্লাল। স্নেহা বলেন, বলিউডে কাজ পেতে হলে আমাকে বি টাউনের বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করতে হবে। আসলে আমি কাজ করতে চাই কিনা তা নিয়ে লোকজন আসলে নিশ্চিত নন। তবে আমি শুধু চাই লোকজন আমাকে ভালো চরিত্রের জন্য বেছে নিক। কারণ আমি এখন যথেষ্ট পরিণত। অভিনয়কেই কেরিয়ার হিসাবে নিয়েছি। 

আপনার প্রথম ছবির সহ অভিনেতা সলমন খানের সঙ্গে কি দেখা করেছেন? এই প্রশ্নে স্নেহা বলেন, ‘সলমনের সঙ্গে ওঁর জন্মদিনের পার্টিতে দেখা করেছিলাম। তারপরও বেশকিছুটা সময় পার হয়ে গিয়েছে। আসলে আমি ভীষণই অসামাজিক মানুষ, যদিও সেটা মোটেও ভালো বিষয় নয়। যদিও উনি সমসময় আমাকে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছেন। উনি চাইতেন, আমি পার্টিতে যাই, কিছুটা আনন্দ করি। আসলে বলিউডে কাজ করতে হলে পার্টিতে যেতে হয়, সকলের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, আর আমি বিশেষ পার্টি করার মানুষ নই।’

আরও পড়ুন-(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বন্ধ করুন