বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonali-Bangla Melody: গানের শো 'বাংলা মেলোডি'র সঞ্চলনায় সোনালী চৌধুরী

Sonali-Bangla Melody: গানের শো 'বাংলা মেলোডি'র সঞ্চলনায় সোনালী চৌধুরী

'বাংলা মেলোডি' অনুষ্ঠানের সঞ্চালনায় সোনালী

সোনালী বলেন, ‘সঞ্চালনা করতে আমার বরাবরই ভাল লাগে। এর আগে অনেক অনুষ্ঠানের সঞ্চালনা আমি করেছি। তবে গান নিয়ে এই প্রথম। গানের জগতে প্রতিষ্ঠিত শিল্পীরা আসছেন, তাঁদের সঙ্গে গল্প করছি, এটা একটা দারুণ অভিজ্ঞতা। আমি যেহেতু নিজে নৃত্য শিল্পী, তাই গানের তাল-ছন্দ নিয়ে একটা আলাদা আগ্রহ আছে।’ 

মেগা সিরিয়ালের পাশাপাশি সব বিনোদনমূলক চ্যানেলেরই অন্যতম আকর্ষণ নন ফিকশন শো। এবার সান বাংলাতে আসছে আরও একটি নন ফিকশন শো। শুরু হচ্ছে গানের অনুষ্ঠান 'বাংলা মেলোডি'। ৯ সেপ্টেম্বর থেকে সকাল সাড়ে ৭টায় দেখা যাবে এই অনুষ্ঠান। যে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকছেন সোনালী চৌধুরী।

ঠিক কেমন হবে এই টবাংলা মেলোডি' অনুষ্ঠানটি?

জানা যাচ্ছে, এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গান গাইবেন বাংলার প্রতিষ্ঠিত শিল্পীরা। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে অতুলপ্রসাদী, শ্যামা সঙ্গীত, আধুনিক, নজরুলগীতি, লোকসঙ্গীত-সব ধরনের গানের সম্ভারে সাজানো থাকছে 'বাংলা মেলোডি'। গানের পাশাপাশি চলবে শিল্পীদের সঙ্গে আড্ডা। আর এই পুরো অনুষ্ঠানটাটিই সঞ্চালনার দায়িত্বে থাকছেন অভিনেত্রী সোনালি চৌধুরী। সোনালি টেলিভিশনে খুবই পরিচিত মুখ। সিনিয়র অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার নতুন দায়িত্ব পেয়ে খুশি সোনালি। ইতিমধ্যেই বেশকিছু পর্বের শ্যুটিও হয়ে গিয়েছে।

<p>'বাংলা মেলোডি' অনুষ্ঠানের সঞ্চালনায় সোনালী</p>

'বাংলা মেলোডি' অনুষ্ঠানের সঞ্চালনায় সোনালী

<p>'বাংলা মেলোডি' অনুষ্ঠানের শ্য়ুটিংয়ে সোনালী</p>

'বাংলা মেলোডি' অনুষ্ঠানের শ্য়ুটিংয়ে সোনালী

জানা যাচ্ছে, 'বাংলা মেলোডি'তে অতিথি হয়ে গান গাইতে আসবেন সা রে গা মা পা' খ্যাত ঋষি, গৌরব, গুরজিত সিং, চন্দ্রিকা সহ আরও অনেকে। 

এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পেয়ে সোনালী বলেন, 'সঞ্চালনা করতে আমার বরাবরই ভাল লাগে। এর আগে অনেক অনুষ্ঠানের সঞ্চালনা আমি করেছি। তবে গান নিয়ে এই প্রথম। গানের জগতে প্রতিষ্ঠিত শিল্পীরা আসছেন, তাঁদের সঙ্গে গল্প করছি, এটা একটা দারুণ অভিজ্ঞতা। আমি যেহেতু নিজে নৃত্য শিল্পী, তাই গানের তাল-ছন্দ নিয়ে একটা আলাদা আগ্রহ আছে। আর গান শুনতে কোন বাঙালি ভালবাসে না! আমিও খুব ভালোবাসি। দিনরাত এখন গানের মধ্যেই আছি। শিবাসিসদার রিসার্চ এবং চিত্রনাট্যের জন্য এই অনুষ্ঠানটার সঞ্চালনা করতে আমায় বাড়তি সুবিধা হচ্ছে। আশা করি, দর্শকের ভাল লাগবে। গান নিয়ে আড্ডা, গান শোনা সব কিছু নিয়ে দারুণ জমাটি অনুষ্ঠান বাংলা মেলোডি।

এবিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে সোনালী বলেন, ‘আমি তো খুব ছোট থেকে নাচ শিখেছি, তাই নাচের মাধ্যমেই তাল, লয়, ছন্দের সঙ্গে আমার পরিচয়। এখানও আমাকে শুধুই সঞ্চলনাটুকুই করতে হচ্ছে, আমার গান গাওয়ার বিষয় নেই। এখানে বাংলার স্বর্ণযুগের গান থেকে অতুলপ্রসাদ, রবীন্দ্রসঙ্গীত কিংবা এখনকার গান, সবই শুনতে পাওয়া যাবে। একঝাঁক নতুন শিল্পীরা থাকবেন, যাঁরা কোনও না কোনও রিয়ালিটি শোয়ের টপার্স বা চ্যাম্পিয়ন। আবার রিয়ালিটি শোয়ে গান করেননি এমন শিল্পীরাও থাকবেন, অনেক সিনিয়র শিল্পীও থাকবেন। এখানে আমার কাজটা হল তাঁদের গানটাকে তুলে ধরা  বা কোনও গান নিয়ে কোন শিল্পীর কী ভাবনা সেটা তুলে ধরা, যেমন বাংলা ফোকের ভবিষ্যৎ নিয়ে নিয়ে কোনও কোন শিল্পী কী ভাবছেন, সেটা নিয়ে কথা বলা, অর্থাৎ শিল্পীদের গান যাপনের গল্প বলা। আবার প্রত্যেক গানের একটা উৎপত্তি আছে, সেটা নিয়েও কথা বলা। এই শোয়ের মাধ্যমে আমিও অনেক কিছু জানতে পারছি।'

সোনালী চৌধুরী জানান, 'আপাতত একমাসের জন্য শ্যুট হচ্ছে। বেশকিছুপর্বের শ্যুটও হয়ে গিয়েছে।'

বন্ধ করুন