Sonam Kapoor Diwali Party Pic: সোনম কাপুর আর আনন্দ... more
Sonam Kapoor Diwali Party Pic: সোনম কাপুর আর আনন্দ আহুজা সোমবার ধুমধাম করে আয়োজন করেছিলেন দিওয়ালি পার্টির। রইল অন্দরের ঝলক।
1/9কাপুরদের তরফে এবার দিওয়ালি পার্টি দিয়েছিলেন সোনম কাপুর আর আনন্দ আহুজা। নতুন মা-বাবা হওয়ার আনন্দেই হয়তো! বলিউডের একাধিক তারকা হাজির হয়েছিলেন এদিন। সঙ্গে কাপুর পরিবারের সদস্যরা তো আছেই। ছবিতে দেখে নেই চলুন কে কেমন সেজেছিলেন, কারা কারা এসেছিলেন আর কাদেরকেই বা সঙ্গে করে নিয়ে এসেছিলেন।
2/9সোনমের সাজ বরাবরই হটকে। অফ হোয়াইট পোশাকের কাজ দেখে তো চোখ ধাঁধাবেই সঙ্গে মাথায় থাকা টিয়ারাও। পার্লের টিয়ারা পরেছিলেন তিনি। কানের দুলটাও জমকালো। মেকআপ অবশ্য একদম ন্যাচরাল রেখেছিলেন তিনি। অফ হোয়াইট রঙের শেরওয়ানি পরেছিলেন আনন্দও। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো ভাইরাল যেখানে আনন্দকে দেখা যাচ্ছে ভেন্যুর বাইরে থাকা পাপারাৎজিদের হাতে মিষ্টির বাক্স তুলে দিতে।
3/9বনি কাপুরের দুই মেয়ে জাহ্নবী আর অংশুলা হাজির ছিলেন পার্টিতে। অংশুলা বেছেছিলেন সবুজ রঙের আর জাহ্নবী প্যাস্টেল পিঙ্ক শেডের লেহেঙ্গা। প্রসঙ্গত, শ্রীদেবী মারা যাওয়ার পর জাহ্নবী-খুশিকে সামলেছিলেন অর্জুন-অংশুলা। বহু বছরের বিচ্ছেদ ভুলেছিলেন এবং ভালোবাসার হাত বাড়িয়ে আপন করে নিয়েছিলেন তাঁরা মা মরা দুই বোনকে।
4/9অর্জুন কাপুর এসেছিলেন মালাইকা আরোরাকে সঙ্গে নিয়ে। প্রথমদিকে কাপুর পরিবারের পার্টিতে জায়গা হত না মালাইকার। তবে গত বছরের ক্রিসমাস পার্টিতেও বান্ধবীকে নিয়েই তিনি পরিবারের সঙ্গে উৎসবে মজেছিলেন। এবার দিওয়ালিতেও সেরকমটা হল।
5/9এই মানুষটার সত্যি বয়স হয় না, কথা হচ্ছে অনিল কাপুরকে নিয়ে। কালো রঙের কুর্তা আর পাঞ্জাবি পরেছিলেন। অনিলের ভাই সঞ্জয় কাপুর এসেছিলেন বউ মাহিপ, মেয়ে শানায়া আর ছেলে জাহান কাপুরকে নিয়ে।
6/9পার্টিতে ছিলেন বলিউডের দুই হার্টথ্রব আদিত্য রায় কাপুর আর টাইগার শ্রফও। দুজনেই বেছেছিলেন প্যাস্টেল শেডের পোশাক। দুর্দান্ত লাগছে কিন্তু!
7/9ভূমি পেডনেকরের সাজ এদিনের সবচেয়ে চোখ টানা। ব্লাউজের সামনের অংশতে শুধু সাদা রঙের গ্লিটারি কাপড় ব্যবহার করা হয়েছে, বাদবাকিটা সি থ্রু। নেটের শাড়ি পরে এসেছিলেন অনন্যা পাণ্ডে। আর আথিয়া গোলাপি রঙের লেহেঙ্গা।
9/9কৃতির শাড়িখানা দেখুন, দুর্দান্ত লাগছে দেখতে কিন্তু। সত্যি বোল্ড অ্যান্ড বিউটিফুল। একতা লেহেঙ্গা পরে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ফ্লন্ট করেছে কার্ভি ফিগার।