২০২৩ প্রায় শেষের পথে। তার আগে সোনু নিগম তাঁর কাজরাতের ফার্মহাউজে শুটিংয়ের কাজে ব্যস্ত। তার মাঝেই তিনি মুখোমুখি হয়েছিলেন হিন্দুস্তান টাইমসের। বেশ আনন্দ উজ্জ্বল দেখা যায় এদিন তাঁকে কারণ আর কিছুই নয় ২০২৩ সালটা তাঁর ভালোই কেটেছে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, '২০২৩ এর সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হল আমি ৫০ বছর পূর্ণ হল। আমি আমার ৫০ তম বছর দারুণ উপভোগ করেছি। আমার যখন মাত্র ১৮ বছর বয়স তখন আমি এই ইন্ডাস্ট্রিতে আসি। তাই বলতে পারেন আমি এখানে বড় হয়ে উঠেছি। আমি মাঝে মধ্যে ভাবি যে আমি কত ভালো কাজ করেছি যে এমন একটা পেশায় আছি যেখান থেকে কেবল আনন্দই ভাগ করে নেওয়া হয়।'
নিজের কেরিয়ারের দিকে ঘুরে তাকিয়ে, কেমন কাজ করেছেন সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পদ্মশ্রী প্রাপ্ত গায়ক জানিয়েছেন, 'আমি প্রচুর কনসার্টে গান গেয়েছি। কিন্তু আমার সব থেকে ভালো লাগে ফিল্মি বা নন ফিল্মি গান গেয়ে, মূলত যেগুলো আমি ২০২৩ সালে গেয়েছি। অ্যানিম্যাল ছবির পাপা মেরি জান থেকে স্যাম বাহাদুরের ইতনি সি বাত, ডাঙ্কির নিকলে থে কভি ঘর সে, রকি অউর রানি কী প্রেম কাহানির রো লেইন দে সহ এই বছর যে যে গানগুলো গেয়েছি সবই দারুণ। এছাড়া আমার সিঙ্গল ভিডিয়ো আফরা তাফরিতে আমায় বহু বছর পর নাচতে দেখা গেল।'
আরও পড়ুন: সুযোগ পেয়েও ফিরিয়েছিলেন রং দে বসন্তীর অফার, পরিচালকের বিরুদ্ধে তোপ দেগে কী বললেন অভিষেক?
আরও পড়ুন: 'ওর এই খ্যাতি প্রাপ্য', অরিজিতের অকুণ্ঠ প্রশংসা সোনুর, কোন ছবিতে শোনা যাবে তাঁদের ডুয়েট গান
অন্যান্য গায়কদের তুলনায় অনেক কম ছবিতে কাজ করেছেন সোনু, সেই প্রসঙ্গে অভিনেতা জানান, 'আমি আমার কেরিয়ারে প্রচুর গান গেয়েছি। কিন্তু নিজেই ঠিক ২০০৬ সালের পর থেকে কম গাইব। আমি এখন একটু এক্সক্লুসিভ কাজ করতে চাই। এমন কাজ করতে চাই যেগুলো আমার করা উচিত। আমি যেভাবে চলছি তাতে আমি খুশি।'
এখনও নিয়মিত রেওয়াজ করেন সোনু আর তার জন্যই নাকি তাঁর গলা আরও ভালো হয়েছে। এমনটাই দাবি করেন তিনি।