এই মুহূর্তে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় মেগা সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। জ্যাস ম্যাজিকে বুঁদ আট থেকে আশি। নিজের পরিবারকে নিয়ে এবার দাদার মঞ্চে হাজির হচ্ছে জগদ্ধাত্রী। মহানবমীর দিন জি বাংলা কর্তৃপক্ষ সামনে আনল নতুন প্রোমো। সেখানেই দাদার প্রশ্নের এমন জবাব দিলেন জগদ্ধাত্রীর প্রীতি মানে অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়, যে চোখ গোলগোল সৌরভের।
‘দাদাগিরি’র ফর্ম্যাট সম্পর্কে কমবেশি সকলেই জানে। এই শো-র শুরুতেই বেশ কিছু ক্লু শেয়ার করেন সৌরভ। সেই শব্দটি আপনাকে চিনতে হয় দাদার দেওয়া হিন্টসগুলোকে সঠিক গেস করে। প্রোমোর শুরুতেই সৌরভ বলেন, ‘এটি খাওয়া হয়ে থাকে’। এ কথা শুনে ত্বরিতা বলেন, ‘আমি যেটা আমার বরের খেয়ে থাকি, মাথা। ওটা অধিকার আছে’। ত্বরিতার বাউন্সারের পালটা জবাব দিলেন সৌরভ। জানালেন, ‘এটা দারুণ বললেন, শুধু বরেদেরই কোনও অধিকার থাকে না’। এই কথোপকথন শুনে হাসি থামল না জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর।
প্রসঙ্গত, রিয়েল লাইফে ত্বরিতার স্বামী টেলিপাড়ার অতি পরিচিত মুখ। আর কাকতালীয়ভাবে তাঁর নামও সৌরভ! হ্যাঁ, অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের ঘরণী ত্বরিতা। সৌরভের আরও একটা পরিচয় রয়েছে, তরুণ কুমারের নাতি তিনি। সুতরাং তরুণ কুমারের নাতবউ অভিনেত্রী। ভালোবেসে ২০২১ সালে বিয়ে করেছিলেন তাঁরা।
টেলিভিশনের বেশ পরিচিত মুখ ত্বরিতা চট্টোপাধ্যায়। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে সারদামণি-র মায়ের ভূমিকাতে অভিনয় করছেন ত্বরিতা। সঙ্গে ‘কড়ি খেলা’ ধারাবাহিক দিয়েও সকলের মন জয় করে নিয়েছেন।
জগদ্ধাত্রী পরিবারের দাদাগিরি-র মঞ্চে আসা নিয়ে দারুণ এক্সাইটেড অনুরাগীরা। অঙ্কিতার রূপ মুগ্ধ সবাই। শারদীয়ার আমেজে লাল রঙা ভারী সিল্কের শাড়িতে দেখা মিলল অঙ্কিতার। অন্যদিকে স্বয়ম্ভূ ওরফে সৌম্যদীপের পরনে লাল পাঞ্জাবি। এই অনস্ক্রিন জুটির ম্যাজিকে বুঁদ সকলে। মহারাজের সামনে অটুট জ্যাসের ক্যারিশ্মা। এদিন দাদার কাছে অঙ্কিতা সটান প্রশ্ন করবেন, ‘দাদা রোম্যান্টিক হিরো না অ্যাকশন হিরো?’ সেই প্রোমোও অন এয়ার। উত্তর নিয়ে রেডি ছিলেন সৌরভও। তিনি জানিয়ে দেন তাঁর সমস্ত অ্যাকশন শুধু মাঠেই সীমাবদ্ধ। আর রোম্যন্স? খানিক সামলে নেন সৌরভ। জানান, ‘রোম্যান্সও ভরপুর রয়েছে’। সঙ্গে সঙ্গে দাদাগিরি-র মঞ্চের ফ্ল্যাশব্যাক দৃশ্য ভেসে ওঠে পর্দায়। সেখানে গত সিজনের গ্র্যান্ড ফিনালে-তে সৌরভ-ডোনার নাচের ঝলক দেখানো হয়। চলতি সপ্তাহেই দাদার মঞ্চে হাজির হবেন অঙ্কিতা-সৌম্যদীপরা।