বলিউডে অনেক তারকাই সরাসরি কথা বলেছেন অবসাদ প্রসঙ্গে। তবে সেই জায়গায়, অনেক বেশি রাখঢাক টলিউডে। কিন্তু সম্প্রতি অভিনেত্রী নেহা আমনদীপকে সোচ্চার হতে দেখা গিয়েছে মনের অসুখ নিয়ে। জীবনের কঠিন দুটো বছর কাটিয়ে ফিরেছেন তিনি অভিনয়ে। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে যোগমায়া ধারাবাহিকে। সম্প্রতি নেহার সঙ্গে মন খোলা আড্ডায় সামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
‘স্ত্রী’ ধারাবাহিক দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন নেহা। সান বাংলার ‘কনে বউ’ সিরিয়ালে দেখা যায় তাঁকে। তারপর নিজেকে গুটিয়ে নেন। লম্বা বিরতির পর ফিরলেন তিনি। এর আগে দিদি নম্বর ১-এ এসে নেহা বলেছিলেন, ‘নিজেকে মেরে ফেলার কথা আসত মাথায়। আমি ভয় পেতাম লোকজনের সঙ্গে কথা বলতে। আমি রুমের বাইরে বার হতেও পারতাম না। কাজের ব্যাপারে কেউ ফোন করলে ফোন ধরতাম না… নিঃশ্বাস নিতেম ঠিকই, কিন্তু বেঁচে থাকার মতো বেঁচে ছিলাম না।’
আরও পড়ুন: প্রাক্তন পিয়াকে নিয়ে পরমব্রত লাল পলাশের দেশে, সপ্তাহান্ত কীভাবে কাটালেন অনুপম?
তবে নিজেকে ধীরে ধীরে বের করে এনেছেন নেহা। দাদাগিরিতে জানালেন, পাশে বন্ধু হয়ে দাঁড়িয়েছিল সোশ্যাল মিডিয়াই। সামাজিক মাধ্যমে সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অনেকের অনুপ্রেরণামূলক জীবনকাহিনি সাহায্য করেছিল ঘুরে দাঁড়াতে।
নেহা বললেন, ‘শেষ দু বছরে কিছু একটা হয়েছিল। যার জন্য আমি একটা অবসাদের মধ্যে চলে গিয়েছিলাম। কারও সঙ্গেই কথা বলতাম না। আমি কাজও করছিলাম না। নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিতাম।’
আরও পড়ুন: ‘আপনি কি অবলা, কেন খোরপোশ নিলেন?’, ৫৬ লাখ নিয়ে জবাব কাঞ্চন-প্রাক্তন পিঙ্কির
‘এরপর সামাজিক মাধ্যমে দাদা আপনার অনেক অনুপ্রেরণামূলক কথা, আরও অনেকের কথা শুনে, ভিডিয়ো দেখে… কদিন আগে আমি দিদি নম্বর ১-এ গিয়েছিলাম। তখন আমি খুব লো ফিল করতাম। দিদিও আমায় অনেক উৎসাহ দেয়। উনি বলেছিলেন, এগিয়ে যাও।’, আরও যোগ করেন নেহা আমনদীপ।
আরও পড়ুন: গরহাজির ঐশ্বর্য? শ্বেতা বচ্চনের জন্মদিনে সামিল অমিতাভ-জয়া-নভ্যা-সুহানারা
আর তা শুনে সৌরভ উপদেশ দিয়ে বললেন, ‘তুমি একমাত্র নও, জীবনে সবার সঙ্গে অনেক কিছু হয়। কারও জীবনই পারফেক্ট নয়।’ সম্মতি জানিয়ে এই অবাঙালি অভিনেত্রী যোগ করলেন, ‘একেবারেই। এরপর থেকে নিজেকে ধীরে ধীরে বদলে নিতে শুরু করি। যে যাই হোক, আমি তা কাটিয়ে উঠব। আর যোগমায়া আমার কামব্যাক।’
সুদীর্ঘ ক্রিকেট কেরিয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও কম ওঠাপড়ার মুখে পড়েননি। তবে তিনি প্রতিবার ঘুরে দাঁড়িয়েছেন আরও বেশি বিক্রমে। বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় নামটাই যথেষ্ট অনুপ্রেরণা দিতে। খুব জলদিই তাঁর সেই অসাধারণ জার্নি আসবে বড় পর্দায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক বানানো হচ্ছে জাতীয় স্তরে। বাংলার মহারাজের ভূমিকায় হয়তো দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।