২ মার্চ বিয়ে করেন কাঞ্চন মল্লিক। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসা, পঞ্চাশোর্ধ অভিনেতাকে নিয়ে কটাক্ষ যেন শেষই হচ্ছে না। মেহেন্দি, সংগীত, গায়ে হলুদ কিছুই বাদ যায়নি। একবারে টোপর পরে বরবেশে বিয়ে করেছেন তিনি ২৭ বছরের ছোট শ্রীময়ী চট্টোরাজকে। ১০ বছরের একটি পুত্র সন্তানের বাবার ‘নেচে নেচে বিয়ে করা’ মানতে পারেনি অনেকেই। তবে সবাই যখন কাঞ্চনকে তুলোধনা করছেন, তখন তাঁর ১০ বছরের ছেলে ওশ চাইছে, তার বাবা নিজের মতো করে ভালো থাকুক।
এক সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, লকটাউনের সময় তাঁর কাছে আসে ডিভোর্সের কাগজ! কী প্রতিক্রিয়া ছিল ওশের? পিঙ্কি আনন্দবাজারকে বলেন, কোনওদিনই তিনি ছেলের থেকে কিছু গোপন রাখেননি। ছেলেকে মানুষ করেছেনও সেভাবে। সবরকম পরিস্থিতির সঙ্গে সে মানিয়ে নিতে পারে। তাই হাতে কাগজ পেয়েই ছেলের কাছে গিয়েছিলেন। গিয়ে বলেছিলেন, ডিভোর্স চায় তার বাবা!
তবে এইসময় মা-কে ওশ যে জবাব দিয়েছিল, তা যেন আরও বাড়িয়ে দিয়েছিল পিঙ্কির মনোবল। কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী জানান, ‘ছেলেকে বললাম, বাবা ডিভোর্সের কাগজ এসেছে। আমি এটায় সই করতে চলেছি। ও আমার হাতটা ধরে বলল, মা আমাদের স্কুলে মানুষের শরীর নিয়ে পড়ানো হচ্ছে। তুমি জানো আমাদের শরীরের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেনডিক্স। আর যখন এটা সংক্রমিত হয়ে যায়, কেটে বাদ দিতে হয়।’
‘আমার কাছে এটার কোনও উত্তর ছিল না। আমি ওকে শুধু জিজ্ঞেস করেছিলাম, তুমি সত্যিই এটা চাও তো। ও বলেছিল, হ্যাঁ মা তাই হোক। আমরা একটা টিম, আমরা একসঙ্গে খুশি। অন্যরাও খুশিতেই থাক।’, আরও বলেছিলেন পিঙ্কি।
এই সাক্ষাৎকারের এক ঝলক নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করে নিয়েছিলেন পিঙ্কি। তাতে কটাক্ষ করে এক নেটিজেন লেখেন, ‘খোরপোশ নিলেন কেনো আপনি কি বেকার অবলা?’ এই কটাক্ষ মোটেও এড়িয়ে যায়নি পিঙ্কির চোখ। তিনি জবাবে লেখেন, ‘বেকার নই, অবলা নই, ভাবলাম ক্যাবলাই বা হব কেন!’ আরেকজনের প্রশ্নের জবাবে অভিনেত্রী জানালেন, ওশ এখন পঞ্চম শ্রেণির ছাত্র।
পিঙ্কি আর ওশের বুদ্ধিদীপ্ত জবাব, মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। একজন লিখলেন, ‘বোঝাই যাচ্ছে ছেলে বাবার মতো হয়নি। মায়ের মতোই বুদ্ধিমান’। আরেকজন লিখলেন, ‘কত ম্যাচিওর বাচ্চা, শুনেও ভালো লাগছে।’
১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খাতায়-কলমে বিচ্ছেদ হয়ে কাঞ্চনের। আর তার ৩৪ দিনের মাথায় শ্রীময়ীকে বিয়ে করেছেন অভিনেতা-বিধায়ক। ডিভোর্সের সময় খোরপোষ বাবদ পিঙ্কিকে মোট ৫৬ লক্ষ টাকা। পিঙ্কি নিজের মুখেই জানান সেকথা। বলেন, এর পুরোটাই তিনি খরচ করবেন ছেলের জন্য।