বাংলা নিউজ > বায়োস্কোপ > Bengali Dancer: প্রথিতযশা নৃত্যশিল্পী, বর বাঙালির গর্ব! কিশোরবেলার ছবি দেখে চিনলেন এই সুন্দরীকে?

Bengali Dancer: প্রথিতযশা নৃত্যশিল্পী, বর বাঙালির গর্ব! কিশোরবেলার ছবি দেখে চিনলেন এই সুন্দরীকে?

কিশোরবেলার ছবিতে চিনতে পারছেন এই নৃত্যশিল্পীকে? 

Bengali Dancer: এই মায়াবী চোখেই মন হারিয়েছিলেন বাঙালি মেয়েদের ক্রাশ। কৈশোরের ছবি শেয়ার করলেন এই বাঙালি নৃত্যশিল্পী। চিনতে পারছেন তাঁকে? 

পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ। কোমর দিয়ে জড়ানো ওড়না। নাচের মহড়ায় ব্যস্ত কিশোরী। চোখে-মুখে অপরূপ স্নিগ্ধতা। এই মায়াবী চোখের চাউনিতেই মন হারিয়েছিলেন বহু বঙ্গনারীর ক্রাশ।

এই কন্যে দেশের অন্যতম প্রথিতযশা নৃত্যশিল্পী। বাঙালির ‘বৌদিমণি’ তিনি। স্বামী দেশের প্রাক্তন ক্রিকেটার, আর কিছু ক্লু দেওয়ার দরকার আছে কি? নিশ্চয় চিনে ফেলেছেন উপরের ছবির কন্যেকে। হ্যাঁ, তিনি আর কেউ নন, ওডিসি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে নিজের মেয়েবেলার এই মিষ্টি ছবি শেয়ার করে নেন ডোনা।

নিজের গুরু স্বর্গীয় কেলুচরণ মহারাজের সঙ্গে তোলা এই ছবি শেয়ার করেন ডোনা। ক্যাপশনে লেখেন, ‘গুরুজির সঙ্গে তরুণ্যে ভরপুর আমি…’। ডোনার ছবির কমেন্ট বক্সে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন ফ্যানেরা। একজন লেখেন, ‘আমি এতদিন ভাবতাম সানাকে দাদার মতো দেখতে কিন্তু এই ছবিটা দেখবার পর মত বদলে ফেলতে বাধ্য হচ্ছি’। অনেকেই ডোনার স্নিগ্ধ রূপের প্রশংসা করেছেন।

সৌরভ ঘরণী হওয়ার সুবাদে হামেশাই চর্চায় থাকেন ডোনা। যদিও তাঁর নিজস্ব পরিচিত রয়েছে। দেশের অন্যতম চর্চিত ওডিসি নৃত্যশিল্পী ডোনা। সংসার, সন্তান সামলেও নাচের প্রতি তাঁর ভালোবাসা অগাধ, সেই ভালোবাসার তাল কাটেনি।   

সৌরভের পাশের বাড়ির মেয়ে ছিলেন ডোনা। জানালা দিয়ে চলত ইশারা। প্রেমে কিন্তু বাধ সাধে পরিবারের মতানৈক্য। একটা সময় দুই পরিবারের মধ্যে কথাবার্তাও বন্ধ হয়ে গিয়েছিল। ডোনাকে বন্ধুদের নিয়ে ফলো করা হোক বা প্র্যাক্টিসের নামে গোপনে প্রেমালাপ সবই চলেছে। 

১৯৯৬ সালের ১২ অগস্ট দুই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে আইনি বিয়ে সেরে ফেলেন সৌরভ-ডোনা। বিয়ে সেরে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য চলে যান সৌরভ। ডোনাও চুপচাপ নিজের বাড়িতেই ছিলেন। মিডিয়ার মারফত খবর পৌঁছায় সৌরভের বাবার কাছে। সোজা ফোন শ্রীলঙ্কায়। দেশের হয়ে দায়িত্ব পালনে ব্যস্ত দাদা ‘বাড়ি ফিরে কথা বলছি’ বলেই ফোন রাখেন।

ছেলে-মেয়েদের বিয়ের সিদ্ধান্ত না মেনে উপায় ছিল না, অগত্যা দুই বাড়ি থেকে দুজনের সামাজিক বিয়ে দেওয়া হয় ধুমধাম করে। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি ছিল সেই বিয়ের তারিখ।  দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২৭ বছর ছুঁয়ে ফেলেছেন সৌরভ-ডোনা। বিবাহবার্ষিকীর দিন বউয়ের সঙ্গে একটি পুরোনো ছবিও পোস্ট করেছিলেন সৌরভ। 

২০০১ সালে জন্ম হয় সৌরভ-ডোনার একমাত্র কন্যা সানার। বাবা-মা'র পথে হাঁটেনি। লন্ডনে পড়াশোনা শেষ করে সেখানেই চাকরিরতা সানা গঙ্গোপাধ্য়ায়। মেয়ের সঙ্গে দেখা করতে সুযোগ পেলেই লন্ডন ছোটেন সৌরভ-ডোনা। 

 

বায়োস্কোপ খবর

Latest News

৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.