দুই বাংলার সীমান্তপারের কথা, সেখানে অবাধে ঘটে যাওয়া একের পর এক অপরাধ জগতের গল্প বলবে ‘মীরজাফর : চ্যাপ্টার ২’। ছবিতে উঠে আসবে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের কথা। বুধবারই প্রকাশ্যে এসেছে ‘মীরজাফর : চ্যাপ্টার ২’র চরিত্রদের লুক। ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, শ্রীলেখা মিত্র, জিয়াউল রোশন, সৌরভ দাস। আবার এই ছবির হাত ধরেই বহুবছর পর এপার বাংলায় কাজ করতে চলেছেন ফেরদৌস আহমেদ। জানা যাচ্ছে, এই যুগের বিশ্বাসঘাতক মীরজাফর-দের কথাই বলবে এই ছবি।
এই ছবির নাম 'মীরজাফর', এই শব্দটা শুনলেই প্রথমেই মাথায় আসে মুর্শিদাবাদের কথা। সিরাজউদদৌলার বিশ্বাসঘাতক সেনাপতি মীরজাফর। আর এই ছবির পরিচালক অর্কদীপ মল্লিকা নাথ মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে। ছবি নিয়ে HT বাংলা ডিজিটালের তরফে পরিচালকে ফোন করা হলে তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক, সামাজিক পরিস্থিতির ছবি এখানে উঠে আসবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ফেলা এটা একটা সামাজিক গল্প। আমার চোখে বর্তমান সময়ে প্রায় সকলেই মীর জাফর। বর্তমান সময়ে কারোর কাছে সমাজ, কারোর কাছে তাঁর স্বামী, কারোর কাছে স্ত্রীই মীরজাফর, আমার কাছে যেমন এই সময়টাই মীরজাফর। এই যে বিশ্বাসঘাতকতার একটা চেইন, সেটাই প্রতীকীভাবে ছবিতে দেখানো হবে। আর আমি মুর্শিদাবাদের ছেলে, ওই জায়গাটা আমার কাছে চেনা। তাই সেখানকার প্রেক্ষাপটেই ছবিটা বানাচ্ছি। মীরজাফর নামের সঙ্গেই তো মুর্শিদাবাদ জড়িয়ে রয়েছে।’
ছবির গল্প অনুসারে ফেরদৌস আহমেদের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। এর আগে 'হঠাৎ বৃষ্টি' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শ্রীলেখা ও ফেরদৌস। তারপর মীরজাফরে আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। প্রকাশ্যে আসা লুক অনুযায়ী শ্রীলেখার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের ছায়া রয়েছে। এই ছবিতে অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে রাজনৈতিক নেতা সুধীর চৌধুরীর ভূমিকায়। ছবিতে রয়েছেন শ্রাবন্তী, তাঁর সাজ, পোশাক বলে দিচ্ছে তিনি সীমান্ত পার হয়ে আসা উদ্বাস্তু হিন্দু। পরে ভালোবেসে ধর্ম বদলাবেন। সিরাজ ওরফে মোক্তার হোসেনের দুই ছেলে মীর ও জাফর। ছবিতে মীরের প্রেমিকার ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে।
জানা যাচ্ছে ফেব্রুয়ারিতেই শুরু হবে মীরজাফর-এর শ্যুটিং। ছবিটি ইদে মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাবেন জয় সরকার। ছবির প্রযোজক রানা সরকার।