খবরে আসেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রায়শই। যতটা না কাজের জন্য তার থেকে অনেক বেশি চলে ব্যক্তিগত জীবনের চর্চা। এবার খবর রয়েছে, ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের কারণে মাঝরাতে থানায় ছুটতে হল তাঁকে। এর আগেও শ্রাবন্তী-পুত্রের নামে নানা খবর কানে এসেছে। তবে এবারে জল একেবারে গড়িয়েছে থানা পর্যন্ত। মা-ছেলে দুজনেই পৌঁছেছিলেন আনন্দপুর থানায় সোমবার রাতে।
বাইপাসের ধারের বিলাসহুল আবাসন আরবানায় থাকেন শ্রাবন্তী। সেখানকারই এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ান অভিমন্যু। শোনা যাচ্ছে, বাকবিতণ্ডা থেকে ওই ব্যক্তি চড়াও হন নায়িকার ছেলের উপর। আর সেই খবর শ্রাবন্তীর কানে পৌঁছতেই চলে আসেন শ্রাবন্তী। সঙ্গে আবার বর্তমানের প্রেমিক, সেই ফিটনেস ট্রেনার। সেই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান তাঁরা। আর তারপর কথা কাটাকাটি থেকে লেগে যায় হাতাহাতি। গন্ডগোল এত জটিল আকার নেয় যে সকলকে নিয়ে যাওয়া হয় আনন্দপুর থানায়। যদিও কোনও এফআইআর দায়ের হয়নি। থানায় গিয়ে উভয়পক্ষ আলোচনার মাধ্যমেই সবটা মিটিয়ে নিয়েছেন।
শ্রাবন্তীর এই বিলাসবহুল আবাসনেই থাকেন একাধিক টলিউড তারকা। এই আবাসনেরই বাসিন্দা শ্রাবন্তীর প্রাক্তন অভিরূপ নাগ চৌধুরী। যার সঙ্গে মলদ্বীপ থেকে দুবাই একসঙ্গে ঘুরেছেন। তবে এই সম্পর্কেও বছর ঘোরার আগে ইতি টানেন তিনি। এখন শ্রাবন্তীর সঙ্গে প্রেম চলছে তাঁর জিম ট্রেনারের। বিপদে যখন শ্রাবন্তীর পাশে সেই জিম ট্রেনারকেই দেখা গিয়েছে বুঝতে হবে জল বহুদূরই গড়িয়েছে।
প্রথম স্বামী রাজীব বিশ্বাস ও শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। ডিভোর্সের পর থেকে মায়ের সঙ্গেই বড় হয়েছেন। মায়ের মতো অভিনয় নয়, বাবার মতো পরিচালক হওয়ার শখ তাঁর। কাজ করেছেন শ্রীজাতর মানবজমিন ছবিতেও।
এদিকে, শ্রাবন্তীর নামে মাসকয়েক আগে ফের মামলা করেছেন তাঁর তৃতীয় স্বামী রোশন। সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোশনের থেকে মাসে সাত লাখ খোরপোশের দাবি করেন শ্রাবন্তী। আর রোশনের আইনজীবীর দাবি, সেই সময় নিজের আয়-ব্যায়ের যে খতিয়ান অভিনেত্রী নথিভুক্ত করেছিলেন আদালতে তাতে রয়েছে ভুয়ো তথ্য। কাজের সূত্রে তাঁকে শেষ দেখা গিয়েছে কাবেরী অন্তর্ধান ছবিতে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে।
(বিনোদন সম্পর্কিত খবর আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)