এই যে খুদের ছবি দেখছেন, তিনি খুব ছোটবেলায় কেরিয়ার শুরু করেছিলেন। তখন তাঁর বয়স মাত্র ১০ বছর। যদিও তা কেন্দ্রীয় চরিত্রের জন্য ছিল না। লিড রোলে প্রথম কাজ ২০০৩ সালে। তখন তিনি ১৬ বছরের। আর সেই বছরই বিয়ে করে নেন। তবে তা সুখের হয়নি। এরপর ডিভোর্স। সেই বিয়ে ভাঙার পর আরও দু বার গিয়েছেন বিয়ের পিঁড়িতে। তবে প্রতিবারই ভাঙা মন নিয়েই থাকতে হয়েছে। সঙ্গী শুধু নেট-নাগরিকদের ট্রোল। বুঝতে পারলেন কি কোন টলিউড নায়িকার কথা হচ্ছে?
ঠিকই ধরেছেন খুদে বয়সের ছবিগুলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। যার প্রথম সিনেমা ছিল মায়ার বাঁধন। তবে ২০০৩ সালে চ্যাম্পিয়ন দিয়ে নায়িকা হিসেবে জার্নি শুরু। ২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন। যিনি ছিলেন শ্রাবন্তীর দুজনে সিনেমার পরিচালকও। ২০১৬ সালে তাঁদের ডিভোর্স হয়। এরপর শ্রাবন্তী বিয়ে করেন মডেল কৃষাণ ব্রিজকে। সেই বিয়ের বয়স ছিল মাত্র ১ বছর। ২০১৯-এ রোশন সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এবার তো বছর ঘোরার আগেই অশান্তি শুরু। এখন আদালতে চলছে ডিভোর্সের মামলা।
আরও পড়ুন: ‘অন্তহীনের শুরু হল…’! আদৃতকে বিয়ের ছবি শেয়ার কৌশাম্বির, নতুন বউ ভাসলেন আবেগে
শোনা যায়, রোশনের সঙ্গে ছাড়াছাড়ির পর নিজের আবাসনেরই বাসিন্দা অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্ক হয় তাঁর। তবে সেই সম্পর্ক আর নেই। বর্তমানে শ্রাবন্তীর সঙ্গে লিঙ্কআপ তৈরি হয়েছে টলিউডের খ্যাতনামা পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই পরিচালকের সঙ্গেই তিনি বর্তমানে কাজ করছেন টলিউডের অন্যতম বিগ বাজেটের সিনেমা দেবী চৌধুরানী-তে। এমনকী, এই পরিচালকের পরের সিনেমা ‘কালমৃগয়া’-তেও নায়িকা শ্রাবন্তীই।
আরও পড়ুন: সোহেল, আরবাজের পর অর্পিতারও ডিভোর্স? সংসারের ভাঙনের খবরে মুখ খুললেন আয়ুশ শর্মা
কদিন আগে তারকাদের একাধিক বিয়ে নিয়ে নেটপাড়ায় যে ট্রোল, তা নিয়ে বিরক্তি প্রকাশ করেন শ্রাবন্তী। তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা (তরকারা) খুব সফট টার্গেট। যেহেতু আমরা পাবলিক ফিগার। আমাদেরকে টানা হয় সব কিছুতে। এ কী! এটা (একাধিক বিয়ে) তাঁদের ব্যক্তিগত ইচ্ছে। তাঁরা সেটা বুঝে নেবে। এখানে এত বক্তব্যের জায়গাই নেই। আমি মনে করি যার যেটা ইচ্ছে, যে যেখানে ভালো থাকে, তাই হোক। কারণ জীবন একটাই। আমি মনে করি, ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’