1/6বুধবার, ১০ই মে ছিল অভিনেত্রী শ্রীমতা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)-র জন্মদিন। বিশেষদিনটা কাছের মানুষদের সঙ্গেই সেলিব্রেট করেছেন বাংলা টেলিভিশনর ঝিলিক। কিন্তু সেই মুহূর্তের ছবি সোশ্যালে পোস্ট করতেই বিপত্তি! (ছবি-ফেসবুক)
2/6পরনে সাদা সুতোর কাজ করা হলুদ পোশাক, চুলে গোঁজা ফুল, মাথায় মুকুট-- একদম প্রিন্সেস বেশেই জন্মদিনে ধরা দিলেন শ্রীতমা। সঙ্গে চলল দেদার কেক কাটার পর্ব। কিন্তুর অভিনেত্রীর আনন্দমাখা সেইসব ছবি দেখে অনেকের চোখ গোলগোল। (ছবি-ফেসবুক)
3/6প্রিয়জনদের সঙ্গে যে-সব ছবি পোস্ট করেছেন শ্রীতমা সেখানে তাঁর সিঁথিতে উঁকি দিচ্ছে সিঁদুর। প্রত্যেক ছবিতেই সেই লাল রেখা স্পষ্ট। তা দেখে নেটিজেনদের প্রশ্ন, ‘শ্রীতমার কবে বিয়ে হল?’ কেউ লিখেছেন, ‘জানতেও পারলাম না তো তোমার বিয়ের কথাটা’, কেউ আবার কড়া ভাষায় লিখেছেন, ‘বিবাহিত না হয়েও সিঁদুর নিয়ে আদিখ্যেতা’।
5/6সিরিয়ালে শ্রীতমার চরিত্র বিবাহিত, চরিত্রের প্রয়োজনেই সিদুঁর পরতে হয় তাঁকে। খুব সম্ভবত প্যাক আপের পর বাড়ি ফেরার তাড়ায় সেটি তুলতে ভুলে গিয়েছিলেন অভিনেত্রী। তাই নিয়েই যত্ত গণ্ডোগোল। (ছবি-ফেসবুক)
6/6উপহার আর শুভেচ্ছার বন্যাতেও ভাসছেন অভিনেত্রী। জন্মদিনে নিজেকে কী উপহার দিয়েছেন অভিনেত্রী জানেন? একটি শপথ। কাজের চাপে ছেলেবেলার ভালোবাসা নাচকে একদম সময় দেওয়া হয় না। এবার থেকে নাচে মন দিতে চান তিনি। একটি নাচের স্কুল খোলার স্বপ্ন রয়েছে অভিনেত্রী তথা তৃণমূল কাউন্সিলারের।