মাতৃত্বেই নারীর পরিপূর্ণতা একথা মনেপ্রাণে বিশ্বাস করেন শুভশ্রী। তাঁর প্রেমজীবন নিয়ে কম বিতর্ক হয়নি, তবে নিজের শর্তে তিনি বিয়ে করে সংসারী হয়েছেন। মা-ও হয়েছেন ৩০-এর গণ্ডি পার করার আগেই। সদ্য তিন পূর্ণ করেছে তাঁর পুত্র সন্তান ইউভান। দু-মাস পরেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন শুভশ্রী।
আট মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী থেমে নেই। পুরোদমে শ্যুটিং সারছেন। দু-দিন আগেও ডান্স বাংলা ডান্স-এর গ্র্যান্ড ফিনালের শ্যুটিং সেরেছেন এই সুন্দরী। কারণ শুভশ্রীর বিশ্বাস 'প্রেগন্যান্সি কোনও রোগ নয়'। দিন দিন তাঁর মাতৃত্বের জেল্লা বাড়ছে, জিমেও সময় কাটাচ্ছেন পুরোদমে। সেই নিয়ে ধেয়ে এসেছে ট্রোলিং, তবে শুভশ্রী এসব পাত্তা দেন না কোনওদিনই। আরও পড়ুন-৮ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী জিমে! ‘মেয়েরাই মেয়েদের জাজ করে’, কটাক্ষ ধেয়ে আসতেই বউয়ের পাশে রাজ
ইন্দুবালা ভাতের হোটেলে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। কিন্তু ফের কাজ থেকে স্বল্প বিরতি নেবেন হবু মা। এই প্রসঙ্গে এই সময়কে অভিনেত্রী জানান, ‘পরিবার আমাকে সবচেয়ে বেশি সুখ দেয়, কোনওদিন মনে হয়নি, যে কাজটা আমার মনকে শান্তি দেবে না, সেটা করতে হবে।’ জীবনে আনন্দ করে বাঁচাটা বেশি জরুরি শুভশ্রীর কাছে। এবার কন্যা সন্তানের মা হতে চান তিনি। তাহলেও তাঁর পরিবার পরিপূর্ণ হবে। শুভশ্রীর কথায়, ‘ঈশ্বর প্রতি মুহূর্তে নারী সৃষ্টি করছেন। এটা আমার তার কাছে অল্পই চাওয়া--আমি যেন কন্যা সন্তানের জন্ম দিই এবার।’
মাত্র তিন বছরেই পদোন্নতি হয়েছে ইউভান। সে আর চক্রবর্তী বাড়ির খুদে সদস্য থাকবে না। মায়ের প্রেগন্যান্সি নিয়ে কতটা সচেতন সে? শুভশ্রী জানালেন তাঁর ছেলে খুব বুঝদার। খেলার সময় মা যে নীচু হয়ে ঝুঁকে বল কুড়োতে পারবে না তা সে বোঝে। অন্তঃসত্ত্বা হওয়ার জেরে দশম অবতার হাতছাড়া হয়েছে শুভশ্রীর। নায়িকা স্পষ্ট বললেন, ‘প্রেগন্যান্সিতে নায়িকারা শ্য়ুটিং করতে পারবে না এটা মিথ’। সৃজিতের ছবির অংশ হতে চেয়েছিলেন শুভশ্রী, কিন্তু পরিচালকের সিদ্ধান্তেই বাদ যান নায়িকা। তাতে অবশ্য বিন্দুমাত্র আফসোস নেই শুভশ্রীর। কিন্তু মানসিকতা বদল আগে দরকার! সৃজিতের সিদ্ধান্তকে তিনি ‘সম্মান’ করেন সে কথাও জানাতে ভোলেননি। টলিপাড়ায় ইতিমধ্যেই কানাঘুষো এর জেরে নাকি সৃজিতের সঙ্গে রাজ-শুভশ্রীর বন্ধুত্বে চিড় ধরেছে। ডিসেম্বরেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন শুভশ্রী। গত জুন মাসে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন এই টলি সুন্দরী।