আর মাত্র মাস দুয়েকের অপেক্ষা, তারপরই শুভশ্রীর কোল আলো করে আসবে দ্বিতীয় সন্তান। ডিসেম্বরে প্রসবের দিন নির্দিষ্ট রয়েছে নায়িকার। এই মুহূর্তে প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন শুভশ্রী। ভরা প্রেগন্যান্সিতেও নিয়মমাফিক শরীরচর্চা চলছে নায়িকার। সম্প্রতি তারই ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। জিম থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘কোনও অজুহাত নয়। আট মাসের প্রেগন্যান্সি। জীবনকে উপভোগ করছি।’ একইসঙ্গে অভিনেত্রী ধন্যবাদ জানিয়েছেন তাঁর জিম ট্রেনারকে তাঁকে এতটা মোটিভেট করার জন্য। আরও পড়ুন-আট মাসের গর্ভবতী, তবুও ফিট থাকতে জিমে শুভশ্রী! 'শো অফ করতে গিয়ে ক্ষতি করছেন' মত নেটিজেনের
শুভশ্রীর এই অনুপ্রেরণামূলক পোস্টে প্রশংসার চেয়ে কটাক্ষই ধেয়ে এসেছে বেশি। ৮ মাসের অন্তঃসত্ত্বা জিমে এইভাবে কসরৎ করছে, দেখেই থ অনেকে। আসলে মাতৃত্বকালীন সময়ে জিম! এটা অনেকের কাছেই অভাবনীয়। কেউ লেখেন, ‘বেশি শো অফ’, কারও মতে ‘অতিরিক্ত মডার্ন লাইফস্টাইল, কেন এগুলো সন্তান প্রসব করার পর জিম করা যাবে না?’ বিদ্রুপ-কটাক্ষের পালটা জবাব দেননি শুভশ্রী। কিন্তু বউয়ের হয়ে মুখ খুললেন রাজ।
অন্তঃসত্ত্বা শুভশ্রীকে সারাক্ষণ আগলে রাখেন রাজ। এখনও নিয়মিত ডান্স বাংলা ডান্সের শ্যুটিং করছেন নায়িকা। এদিন ফেসবুকে সমাজ মাধ্যম প্রভাবী পারোমিতার একটি ভিডিয়ো শেয়ার করে করে নেন রাজ। লেখেন- ‘ধন্যবাদ পারোমিতা’। শুভশ্রীর ৪০ সেকেন্ডের ‘জিম-কাণ্ড’ নিয়ে পারোমিতা তৈরি করেছেন ‘মেয়েরাই মেয়েদের জাজ করে’ শীর্ষক একটি ভিডিয়ো। সেখানে পারোমিতা বলেছেন, ‘শুভশ্রীকে বরাবরই আমার সাহসী লাগে। সব নিয়মের তোয়াক্কা না করা, অদম্য, আলতা-রাঙা একটা পা। তিনি টলিউডের প্রথম নায়িকা, যিনি প্রেগন্যান্ট অবস্থার ছবি নেটমাধ্যমে পোস্ট করেন। প্রেগন্যান্ট হলেই নায়িকাদের লুকিয়ে বাঁচতে হবে, এই প্রথা তিনি ভঙ্গ করেন।……’।
শুভশ্রীর জিম ভিডিয়ো প্রসঙ্গে তিনি বলেন, ‘শুভশ্রী নায়িকা হতে পারে, তবে তার আগে সে একজন নারী আর সে একজন মা। তাও সে নতুন মা নয়, দ্বিতীয়বার মা হতে চলেছে। আর সন্তানের ভালো পৃথিবীতে মায়ের চেয়ে বেশি ভালো কেউ বোঝে বলে আমার মনে হয় না।’ ট্রেনার আর চিকিৎসকের পরামর্শ নিয়েই শুভশ্রী এই কাজ করছেন শুভশ্রী, এমনটাও বলতে শোনা যায় পারোমিতাকে।
প্রেগন্যান্ট অবস্থায় শ্যুটিং করার জেরেও প্রশ্নের মুখে পড়েছিলেন শুভশ্রী।সেইসময় অন্তঃসত্ত্বা নায়িকা জানিয়েছিলেন- ‘ভগবানের দয়ায় আমি একদম ঠিক আছি। আর মনে রাখবেন প্রেগন্যান্সি কোনও অসুস্থতা নয়’। অন্তঃসত্ত্বা হওয়ার জেরে সৃজিতের পুজো রিলিজ ‘দশম অবতার’ হাতছাড়া হয়েছে শুভশ্রীর। যদিও এর জন্য কোনও আফসোস নেই নায়িকার। কিন্তু অভিনেত্রী স্পষ্টভাবেই জানান, এই ছবিটা তিনি করতে চেয়েছেন। তবে সৃজিত শুভশ্রীকে নিয়ে কনফিডেন্ট ছিলেন না। টলিপাড়ায় ইতিমধ্যেই কানাঘুষো এর জেরে নাকি সৃজিতের সঙ্গে রাজ-শুভশ্রীর বন্ধুত্বে চিড় ধরেছে।