বহুদিন পর পর্দায় ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সুদীপ্তা চক্রবর্তী। যদিও তাঁকে সবাই স্টার জলসার ইষ্টি কুটুম ধারাবাহিকের বাহামনি সোরেন বলেই চেনে। একদম নতুন ধরনের একটি গল্প নিয়ে আসছেন তিনি। যদিও এবার আর ছোট পর্দা নয়, ওয়েব মাধ্যমে দেখা যাবে তাঁকে। ‘গোয়েন্দা নন্দিনী’ ওয়েব সিরিজেই দেখা মিলবে তাঁর।
‘গোয়েন্দা নন্দিনী’ ওয়েব সিরিজটিতে মূলত তুলে ধরা হবে এক বিমা কোম্পানির কথা। আজকাল খবরের শিরোনামে হামেশাই নানা ধরনের ভুয়ো খবরের কথা প্রকাশ্যে আসে। কেউ কাউকে ঠকিয়ে টাকা চুরি করেন, তো কেউ নিজেকেই বা কোনও নিকট আত্মীয়কে মৃত বলে ঘোষণা করে তাঁর বিমার টাকা আত্মসাৎ করতে চান। এখানে এই দ্বিতীয় ঘটনাই তুলে ধরা হবে। এই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এগিয়ে যাবে ‘গোয়েন্দা নন্দিনী’র গল্প।
‘গোয়েন্দা নন্দিনী’ ওয়েব সিরিজের শুভ মহরত ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গত শুক্রবার ৯ জুন থেকে এই সিরিজের শুটিং পর্যন্ত শুরু হয়ে গিয়েছে। নাম ভূমিকায় মানে, ‘গোয়েন্দা নন্দিনী’র চরিত্রে এখানে দেখা দেবেন লিজা গোস্বামী। তাঁর স্বামীর চরিত্রে থাকবেন অভিরাজ। অতনু ওরফে পুলিশের ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ্তা চক্রবর্তীর এই কামব্যাক সিরিজের চরিত্রের নাম তানিয়া। তাঁর বিয়ের পর এটাই প্রথম কাজ।
এই সিরিজের পরিচালনা করছেন প্রান্তিক গায়েন। তালাশ মিডিয়া এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি হচ্ছে এই সিরিজ। নিবেদন করবেন হীরক দাশগুপ্ত। বিশ্বজিৎ বর্মন এই সিরিজের ডিওপি। সুব্রত বারিষওয়ালা এই সিরিজের হয়ে গান লিখছেন। লিরিসিস্ট হিসেবে আছেন তিনি। এই সিরিজের প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। শুভ মহরতের ছবিও পোস্ট করেছেন এই সিরিজের সঙ্গে যুক্ত থাকা সমস্ত কলাকুশলীরা।
তবে এই ওয়েব সিরিজ কোথায় মুক্তি পাবে এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর হইচই বা চরকি প্ল্যাটফর্মে আসতে পারে।