১ মে একে-অপরকে নিজের করে নিয়েছিলেন মালা বদল আর সিঁদুর দানে। এবার সোশ্যাল মিডিয়ায় যোথ বিবৃতি দিয়ে কী জানালেন দম্পতি?
1/5১ মে দীর্ঘদিনের প্রেমিক সৌম্য বক্সীর গলায় মালা দেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। এখন যদিও তিনি আর বন্দ্যোপাধ্যায় নেই, বিয়ের পরই নিজের পদবী বদলে বক্সী রেখেছেন। শুধু কাছের মানুষ, আত্মীয় বা বন্ধু-বান্ধব নয়, সুদীপ্তা আর সৌম্য ভালোবাসা পেয়েছেন অনুরাগীদের কাছ থেকেও।
2/5সুদীপ্তার মতোই তাঁর বর নেটপাড়ার চেনা মুখ। তৃণমূলের যুব নেতা সৌম্য। সঙ্গে মমতার বিধায়ক স্মিতা বক্সীর একমাত্র ছেলে। তাই এই বিয়ে নিয়ে উত্তেজনা ছিল প্রথম থেকেই। রাজকীয় বিয়ে-রিসেপশনের ছবি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
3/5এত ভালোবাসা পেয়ে আপ্লুত কর্তা-গিন্নি দুজনেই। তাই সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানাতে ভুললেন না তাঁরা। সোমবার শেয়ার করে নিলেন দীর্ঘ বার্তা। যেখানে লিখলেন, ‘আমাদের বিয়ে নিয়ে যে ভালোবাসা আর শুভেচ্ছা আমরা পেয়েছি তাতে আপ্লুত। নিজেদের পাশে আরও বৃহৎ একটা পরিবারকে পেয়েছি, যা আমরা আশাও করিনি। আমরা যা দেখেছি, পড়েছি বা যারা যারা আমাদের বিয়েতে ভাগ নিয়েছেন তাঁদের ধন্যবাদ দিয়েও শেষ করতে পারব না। আমরা আমাদের একসঙ্গে পথচলা শুরু করছি জেনে যে আপনারা সবসবময় আমাদের পিছনে থাকবেন। আমাদের পরিবার, বন্ধু, মিডিয়ার বন্ধুদের অনেক ধন্যবাদ আমাদের বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলার জন্য। - সুদীপ্তা আর সৌম্য।’
4/5এর আগে সুদীপ্তাকে উদ্দেশ্য করে সৌম্য সোশ্যাল মিডিয়াতে লিখে ফেলেছিলেন, ‘তুমি আমার হৃদয় চুরি করেছো, আমি তোমাকে আমার পদবি দিয়েছি…’। আর সুদীপ্তা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শাশুড়ি-ননদের কাছ থেকে খুব ভালোবাসা আর খাতির-যত্ন পাচ্ছেন। বিয়ের আগে থেকেই চেনেন এই মানুষগুলোকে, তাই মানিয়ে নিতেও কোনও সমস্যা হয়নি।
5/5তাঁদের প্রেম কোনও রূপকথার থেকে কম নয়। এক বিজয়া সম্মেলনীতে আলাপ। তারপর তা গড়ায় বন্ধুত্ব আর প্রেমে। তিন বছর ধরে চুটিয়ে প্রেম করার পর বছর দেড়েক আগে সৌম্যর সঙ্গে সম্পর্কে শিলমোহর দেন সোহাগ জল ধারাবাহিকের বেণী। অনেকদিন ধরেই চলছিল বিয়ে নিয়ে প্রস্তুতি। আপাতত দুজনেই ব্যস্ত কাজে। সুদীপ্তা খুব জলদি ফিরবেন সেটে। আর সৌম্য ব্যস্ত হয়ে পড়বেন পুরসভা ভোট নিয়ে। কালী পুজোর পর দুজনের যাওয়ার কথা রয়েছে মধুচন্দ্রিমায়। জায়গাটা যদিও এখনও ঠিক হয়নি।