বাংলা নিউজ > বায়োস্কোপ > Sunil Pal-Kapil Sharma: 'ওঁরা তো যৌনপল্লী খুলে বসে আছেন, ওদের চক্করে পড়বেন না', কপিল শর্মাকে সাবধান করে বিস্ফোরক সুনীল

Sunil Pal-Kapil Sharma: 'ওঁরা তো যৌনপল্লী খুলে বসে আছেন, ওদের চক্করে পড়বেন না', কপিল শর্মাকে সাবধান করে বিস্ফোরক সুনীল

কপিলকে সাবধান করলেন সুনীল

এদিকে আবার কপিল শর্মার কাছে এধরনের অনুরোধ করে নেটপাড়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছেন সুনীল। কেউ কেউ তাঁকেই পাল্টা আক্রমণ করে লিখেছেন, ‘আপনি তো কিছুই পারেন না!’ তবে আবার অনেকেই সুনীলের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘আপনি এক্কেবারেই সঠিক কথা বলেছেন স্যার’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।

Netflix-এ আসছে কপিল শর্মার নতুন কমেডি শো। নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। কয়েকদিন আগেই শোয়ের নতুন প্রোমো সামনে এসেছে। আর এবার সেই প্রচারমূলক ভিডিয়ো নিয়েই অশ্লীলতা এবং অশালীন ভাষা প্রয়োগের অভিযোগ আনলেন কমেডিয়ান সুনীল পাল। শুধু অভিযোগই নয়, এই ধরনের শোয়ের সঙ্গে পতিতাপল্লীর তুলনা করতেও ছাড়লেন না সুনীল পাল।

সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো পোস্ট করে এধরনের কমেডি শো এবং প্রোমো নিয়ে হতাশা প্রকাশ করেন সুনীল। কপিল শর্মার প্রশংসা করে, তাঁকে কমেডির রাজা আখ্যা দিয়ে এধরনের শো না করার আর্জি জানান সুনীল পাল।

ঠিক কী বলেছেন তিনি?

সুনীল পাল বলেন, ' কপিল শর্মা শো শীঘ্রই নেটফ্লিক্সে আসছে। ওই শোয়ের প্রোমো দেখে আমি হতাশ।' কপিলের উদ্দেশ্যে সুনীলের বিনীত আবেদন,'কপিল শর্মা, আপনি তো কমেডির দুনিয়ায় সুপারস্টার, কমেডির রাজা আপনি। দর্শক এধরনের শো পরিবারের সঙ্গে বিনোদনের জন্য দেখেন। তবে আপনার যে শো OTT-তে আসছে তার প্রোমো ভীষণই ঘৃণ্য। খুবই খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে। আমার মনে হয়েছে, এধরনের শব্দ ব্যবহার করলে আমাদের ভাষা হিন্দির পরাজয় হবে। এটা তাই আমি মেনে নিতে পারলাম না। আমি আপনার অনেক বড় অনুরাগী। একান্ত অনুরোধ, আপনাকে এটা বন্ধ করতেই হবে। শুধু আমার জন্য নয়, লক্ষ লক্ষ অনুরাগীর হয়ে আমি এই অনুরোধ করছি। আপনি একজন খাঁটি মানুষ, আপনার হৃদয় অনেক বড়। আপনাকে অনেকেই ভালোবাসেন, আমার অনুরোধ এটা করবেন না, এটা হতে দেবেন না। এটার শুরুতেই ঘৃণ্য উপায় অবলম্বন করা হচ্ছে।

আরও পড়ুন-পাইথন পুষেছেন, বুকের উপর উঠে শুয়ে থাকে সে! সৃজিত বলছেন ‘উলুপী’র খুবই মিষ্টি ব্যক্তিত্ব

কপিলকে মহারাজ' সম্বোধনে সুনীল পাল বলেন, ‘আপনার টিমের অন্যান্য সদস্যদের কাছে আমি নতুন করে কিছু আশা করি না। ওঁরা কমেডির নামে ইতিমধ্যেই গালি গালাজ ব্যবহার করেন। তবে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। শুধু আমার জন্য নয়, আপনার অনেক অনুরাগীও তো রয়েছেন। অনুগ্রহ করে এটা করবেন না। নেটফ্লিক্সের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘নেটফ্লিক্স খুবই নোংরা, ওঁরা ঘৃণ্য পোকা মাকড় তৈরি করছে, সমাজ বিরোধীর জন্ম দিচ্ছে। আপনিই পারেন এটা বন্ধ করতে। আপনি বলুন আমার কমেডি শোতে কোনও গালি গালাজের ব্যবহার হবে না। জানান, যে আপনি অনাবিল আনন্দ দেবেন, সুন্দর কৌতুকরসে ভরা শো করবেন। বেশিরভাগ নেটফ্লিক্স নির্মাতারা তো ’পর্নো কোটা’ (যৌনপল্লী) খুলে বসে আছেন। দয়া করে এদের চক্করে পড়বেন না।'

এদিকে আবার কপিল শর্মার কাছে এধরনের অনুরোধ করে নেটপাড়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছেন সুনীল। কেউ কেউ তাঁকেই পাল্টা আক্রমণ করে লিখেছেন, ‘আপনি তো কিছুই পারেন না!’ তবে আবার অনেকেই সুনীলের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘আপনি এক্কেবারেই সঠিক কথা বলেছেন স্যার’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে। 

বায়োস্কোপ খবর

Latest News

‘ওঁর নতুন স্বামীই তো বলেছেন..’, সোহিনী-দীপ্সিতাকে দু'পাশে নিয়ে হাঁটতে চান কল্যাণ ভাদ্রপদের শেষ একাদশীতে পক্ষ পরিবর্তন করে শ্রীহরি, জেনে নিন তিথি ও পুজোর শুভ সময় 'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.