বাংলা নিউজ > বায়োস্কোপ > Sunny Deol: 'শরীরের লোম তুললে নায়কদের মেয়েদের মতো দেখায়', সলমন-শাহরুখদের হেয় করলেন সানি?

Sunny Deol: 'শরীরের লোম তুললে নায়কদের মেয়েদের মতো দেখায়', সলমন-শাহরুখদের হেয় করলেন সানি?

সানির বিশ্বাস 

Sunny Deol: সিক্স-প্যাক অ্যাবস তৈরিতে বিশ্বাসী নন সানি। ধর্মেন্দ্র পুত্রর বিশ্বাস, অভিনেতাদের কাছে অভিনয়টাই প্রথম এবং একমাত্র প্রায়োরিটি হওয়া দরকার। 

তাঁর ‘ঢাই কিলো’র হাত নিয়ে দশকের পর দশক ধরে চর্চা জারি রয়েছে। বলিউডের অন্যতম ফিট অভিনেতা সানি দেওল। যদিও ফিটনেসের মামলায় গতে বাঁধা ছকে বিশ্বাসী নন ষাটোর্ধ সানি। আশির দশক থেকে বলিউড কাঁপাচ্ছেন ধর্মেন্দ্রর বড় ছেলে। দর্শকদের অজস্র হিট ছবি উপহার দিয়েছেন সানি, যদিও আজকের প্রজন্মকে দেখে খানিক হতাশ ‘দামিনী’ অভিনেতা। তাঁর ধারণা তরুণরা অভিনয়ের চেয়ে বেশি ফোকাস করছে শরীর চর্চায়। পাশাপাশি তিনি আরও জানান শরীরের লোম কামানোর বিষয়ে আপত্তি রয়েছে তাঁর। 

আজ তককে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘আমার তো খুব লজ্জা লাগে শরীরের লোম তুললে, মনে হয় মেয়েদের মতো দেখাচ্ছে’। তিনি আরও বলেন, সিক্স প্যাক অ্যাবস তৈরি নিয়েও কোনওদিন মাথা ঘামাননি তিনি। সানির কথায়, ‘আমরা অভিনেতা, বডি বিল্ডার নই। আমি সত্যি এইগুলো বুঝি না। আমরা অভিনয় করতে এসেছি বডি বিল্ডিং নয়। অথচ শরীর তৈরি নিয়ে আমাদের এই মাতামাতির জন্যই এখন আমরা এমন প্রজন্ম পাচ্ছি যাঁরা ভাবে আমার সুঠাম দেহ রয়েছে মানেই আমি অভিনেতা, কিংবা আমি ভালো নৃত্যশিল্পী মানেই আমি অভিনেতা’। 

পাশাপাশি অভিনেতার আক্ষেপ অরিজিন্যাল গল্প নিয়ে কাজ করা কমে এসেছে বলিউডে। সেই কারণেই দর্শক হারাচ্ছে হিন্দি সিনেমা। শীঘ্রই ‘গদর ২’ নিয়ে পর্দায় ফিরছেন সানি। সত্তরের দশকের প্রেক্ষাপটে তৈরি পরিচালক অনিল শর্মার এই ছবি। বাস্তবের মতো পর্দাতেও তারা আর সাকিনার গল্প এগিয়েছে ২২ বছর। এবার স্ত্রী নয়, ছেলেকে উদ্ধার করতে পাক-ভূমে পর্দাপণ করবে তারা সিং। এবার সেই রুদ্রমূর্তি তারা। ছবির ট্রেলার আগেই প্রশংসা কুড়িয়েছে। 

গদর ছবিতে সানি-আমিশার ছেলে জিতে ওরফে চরণজিৎ-এর ভূমিকায় অভিনয় করা উৎকর্ষ শর্মাও থাকবেন এই ছবিতে। গদর-এর দ্বিতীয় ভাগের অংশ হবে চরণজিৎ-এর প্রেমকাহিনিও। তাঁর নায়িকার ভূমিকায় রয়েছেন সিমরত কৌর। আগামী ১১ই অগস্ট বক্স অফিসে মুক্তি পাবে ‘গদর ২’। প্রসঙ্গত, সানির পদচিহ্ন অনুসরণ করে অভিনয়ের দুনিয়াতে আগেই পা রেখেছেন তাঁর বড় ছেলে করণ দেওল। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল করণ অভিনীত ‘পল পল দিল কে পাস’। শীঘ্রই সানির ছোট ছেলেও অভিনয়ের জগতে আত্মপ্রকাশ করতে চলেছে। ছবির নাম ‘দোনো’। করণের ব্যর্থতা ভোলাতে সফল হবেন রাজবীর দেওল? সেটাই এখন দেখবার। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.