গদর ২-এর সাফল্য দিয়ে সপ্তম স্বর্গে রয়েছেন এখন সানি দওল। এবার ডাক পড়ল করণ জোহরের কফি উইথ করণ শো-তে। যদিও শুধু সানি দেওল একা নন, কফি কাউচে বসলেন আর দুই দেওল ভাই ববি ও সানি দেওল।
কফি উইথ করণের ৮ নম্বর সিজনের প্রথম এপিসোডই কুড়িয়েছে বিতর্ক। বিশেষ করে দীপিকার বলা কথা, যেখানে তিনি বলেন, একদম শুরুর দিকে রণবীরের সঙ্গে ওপেন রিলেশনশিপে ছিলেন তিনি। সম্পর্কে থাকলেও ‘কমিটেড’ ছিলেন না, সেইসময় একাধিক পুরুষকে ডেট করেছেন দীপিকা। অভিনেত্রীর দাবি, সেই সময় অনেকের সঙ্গে মিশলেও নিজের মাথায় রণবীরকেই বেছে রেখেছিলেন।
করণের সঙ্গে কথা প্রসঙ্গে সানিকে বলতে শোনা গেল, গদর মুক্তির পর কত ধরনের প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে তাঁকে। ধর্মেন্দ্র-পুত্র বললেন, ‘প্রথম গদর রিলিজের পর তা দুর্দান্ত হিট হয়। আর সেখান থেকেই শুরু হয় আমার স্ট্রাগল। আমার ধারণাই ছিল না পরিস্থিতি এত মুশকিল হতে পারে। আমি যে পরিচালকদের সঙ্গে কাদ করতে চাই তা পাচ্ছিলাম না, যেমন স্ক্রিপ্ট চাই সেটাও পাচ্ছিলাম না। কেউ বলছিল, তোমার পুরনো পরিচালকদের সঙ্গে কাজ করা উচিত না, নতুনদের সঙ্গে করো। তো কেউ বলছে, এই ধরনের সিনেমা করো।
‘আগে এরকম পরিস্থিতি ছিল না। কিন্তু সেই সময় লোক মনে করতে থাকে আমাকে বলা উচিত এটা করো না, ওটা করো। এটা যেমন আপনাদের জন্য ভালো, তেমন খারাপও।’, আরও বলেন সানি। আরও পড়ুন: ‘মিষ্টি প্রেম তো সেগুলোই…’, পৃথ্বীশের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলছে ‘রুচিরা’ সৌমি
পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছেন সানি দেওল চলতি বছরে। সর্বাধিক উপার্জিত বলিউড ছবির তালিকায় আপাতত দু নম্বরে রয়েছে এই সিনেমায়। টপকে গিয়েছে শাহরুখ খানের পাঠান সিনেমাকেও। গদর ২-এর আগে আছে শুধুমাত্র জওয়ান, যা ভারতে ৬৫০ কোটির কাছাকাছি ব্যবসা করে। সেখানে ভারতের বাজারে গদর ২-এর আয় ৫২৪.৭৫ কোটি।
আপাতত সানির হাতে রয়েছে বেশ কিছু প্রোজেক্ট। শোনা যাচ্ছে, পরিচালক নীতিশ তিওয়ারি-র ‘রামায়ণ’-এ হনুমানের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। এই চরিত্রের জন্য নাকি ৪৫ কোটি টাকা দর হেঁকেছেন সানি। একই সঙ্গে, ‘লাহোর ১৯৪৭’-এ দেখা যাবে অভিনেতাকে। রাজ কুমার সন্তোষি পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন আমির খান।