বাংলা নিউজ > বায়োস্কোপ > Chandrayaan 3: 'ল্যান্ডেড', চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁতেই চেঁচিয়ে উঠলেন সানি! ইসরোর প্রশংসায় পঞ্চমুখ মিমি

Chandrayaan 3: 'ল্যান্ডেড', চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁতেই চেঁচিয়ে উঠলেন সানি! ইসরোর প্রশংসায় পঞ্চমুখ মিমি

চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁতেই চেঁচিয়ে উঠলেন সানি লিওন-মিমি

Sunny Leone-Mimi Chakraborty- chandrayaan 3: ২৩ অগস্ট ইতিহাস তৈরি করল ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে সফল ভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে চন্দ্রযান ৩ -এর ল্যান্ডার বিক্রম। তারপরই উচ্ছ্বাস প্রকাশ করে ইসরোকে শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী, সানি লিওনরা।

আগে থেকেই জানা ছিল ২৩ অগস্ট সন্ধ্যাবেলায় চাঁদের মাটি ছোঁবে ভারত। তবে নির্দিষ্ট সময়ের কিছু আগেই সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে নামে চন্দ্রযান ৩ -এর ল্যান্ডার বিক্রম। তার এই সফল অবতরণের পর গোটা দেশ উচ্ছ্বাসে ভেসে গিয়েছে। শুভেচ্ছা, অভিনন্দনে ভরিয়ে তোলা হয়েছে ইসরোকে। আর সেই আনন্দ উচ্ছ্বাস থেকে বাদ গেলেন না মিমি চক্রবর্তী বা সানি লিওনরা।

সানি লিওন এদিন গাড়িতে করে কোথাও যাওয়ার সময় গাড়িতে বসেই ইসরোর এই সাফল্য দেখেন। রাস্তায় থাকার কারণে তিনি মোটেই এই ঐতিহাসিক বা গর্বের মুহূর্তকে হাতছাড়া করতে চাননি। ফোনেই লাইভ টেলিকাস্ট দেখেন। বিক্রম চাঁদের মাটি ছুঁতেই তিনি চেঁচিয়ে উঠে বলেন, 'ল্যান্ডেড।' তিনি তারপর আরও একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি বলেন, 'আমি তোমায় নিয়ে গর্ব করি ভারত। ইসরো, সমস্ত বৈজ্ঞানিক বা যাঁরা যাঁরা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন আমি জানি তারা সকলেই এই প্রজেক্টের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছেন। আমি আপনাদের নিয়ে গর্বিত। আপনারা ইতিহাস তৈরি করলেন আজ। অনেক ভালোবাসা নেবেন।' তিনি এই পোস্ট করে লেখেন, 'এটা অকল্পনীয়! আরও এগিয়ে যাও ভারত। অনেক শুভেচ্ছা ইসরোকে সফল ভাবে চন্দ্রযান ৩ -এর ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিং করাতে পারার জন্য।'

আরও পড়ুন: কাজ পরে! সব ছেড়ে টিম ফাইটারকে নিয়ে চন্দ্রযান ৩-এর ল্যান্ডিং দেখলেন হৃতিক

মিমি চক্রবর্তী অবশ্য এদিন বাড়িতেই ছিলেন। তিনি টিভির পর্দাতেই দেখেন এই দুর্দান্ত মুহূর্তটি। ভারতের এই গর্বের মুহূর্তটি অভিনেত্রী তথা সাংসদ পতাকা উড়িয়ে উদযাপন করলেন। করলেন স্যালুটও। তিনি তাঁর এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রমকে সফট ল্যান্ডিং করানোর জন্য ইসরোকে অনেক শুভেচ্ছা। জোরে হাততালি রইল এই প্রজেক্টের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সকলের জন্য।' তিনি এই ভিডিয়োতে বলেন, 'এটা আমাদের দেশের জন্য একটা গর্বের মুহূর্ত। নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না আমি, দারুণ লাগছে। আমি চিরকাল একজন গর্বিত ভারতীয় ছিলাম, আছি আর থাকব। জয় হিন্দ।' 

আরও পড়ুন: 'আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে', চন্দ্রযান ৩-এর সাফল্যে কেন এমন বললেন পাক অভিনেত্রী?

অনেকেই তাঁর এই পোস্টে ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন। উঠেছে জয় হিন্দ ধ্বনিও।

বায়োস্কোপ খবর

Latest News

দেবীর আগমনে জয়নগরের বালিকার বিদায়…ডিজিটাল আর্টে ফুটে উঠল মর্মস্পর্শী ছবি পানেসরের স্লেজিংয়ে চাঁচাছোলা জবাব ইউসুফের, লেজেন্ডস লিগে লেগে গেল নারদ-নারদ মত্ত অবস্থায় খুন করেছে সঞ্জয়ই, আরজি কর কাণ্ডে চার্জশিট পেশ করে জানাল CBI পুজোর গন্ধে ভরে উঠুক খুদের ঘরও, সাজিয়ে ফেলুন এভাবে ষষ্ঠীতে নিম্নচাপ তৈরি সাগরে! আজ বাংলার ১০ জেলায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি পুজোয়? বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.