সুশান্ত সিং রাজপুতের স্বপ্নের প্রোজেক্ট দিল বেচারা। জন গ্রিনের উপন্যাস, ফল্ট ইন আওয়ার স্টার নিয়ে ছবি তৈরির ব্যাপারে শুরু থেকেই উত্সাহী ছিলেন অভিনেতা। অবশেষে, আগামীকাল, ৬ই জুলাই সামনে আসবে সুশান্তের শেষ ছবি দিল বেচারার ট্রেলার।এই ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করেছেন নবাগতা সঞ্জনা সাংঘি। দীর্ঘদিন ধরে অপেক্ষা চলছিল এই ছবির। ৮মে থিয়েটারে মুক্তির তারিখ নির্দিষ্ট ছিল দিল বেচারা,যদিও করোনা সংকটে অনির্দিষ্টকালের জন্য মুক্তি পিছিয়ে যায়। তারপরই সুশান্তের আচমকা চলে যাওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা টিমকে। গত ২৫ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ১১ দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে সরাসরি মুক্তি পাবে দিল বেচারা।ঘোষণা করা হয়,'একটা গল্প ভালোবাসা, আশা এবং অফুরন্ত স্মৃতির। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের উত্তরাধিকারের এই ছোঁয়া যেন সব মনকে ছুঁতে পারে, সবাই যেন এই স্মৃতির আনন্দটা চিরকাল গেঁথে রাখেন। আগামী ২৪ জুলাই থেকে দিল বেচারা সবার জন্য আসছে। সুশান্তকে ভালোবাসার জন্য, ওর সিনেমার প্রতি ভালোবাসার জন্য এই ছবিটা সবার জন্য-সাবস্ক্রাইবারদের পাশাপাশি নন-সাবস্ক্রাইবারও দেখতে পাবেন'।
যদিও শেষবার নিজেদের প্রিয় তারকাকে রুপোলি পর্দায় দেখতে না পাওয়ার আক্ষেপ সঙ্গেই রয়েছে সুশান্ত ভক্তদের। টুইটারে সেই দাবিও জানিয়েছেন তাঁরা। তবে বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব নয়, এই কথা জানিয়ে সঞ্জনা সাংঘি সুশান্ত ভক্তদের উদ্দেশ্যে লিখেছিলেন- 'পর্দাটা আপতত বড়ো না হোক আমাদের মনটা কি বড় হতে পারে না?
তিনি আরও যোগ করেন, আসুন আমরা সবাই মিলে এক কিংবদন্তীর জীবনকে সেলিব্রেট করি,এবং ছবিটাকে? এটা একটা শ্রদ্ধার্ঘ জানানোর সময়, এই মারাত্মক চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমরা রয়েছি। লড়াই করবার ক্ষমতা নেই, এমন একটা জিনিস চাইছেন যা বর্তমানে পূরণ করা অসম্ভব। আসুন না স্ক্রিনের সাইজ নিয়ে সময় নষ্ট না করি, আমাদের ভালোবাসা, আর পরিশ্রমের ফসল,ওর শেষ ছবি এবং আমি অন্তর থেকে বলছি ওর শ্রেষ্ঠ কাজ, এটা আমরা ততটাই বড় বানাতে পারব,যতটা আমরা চাইব, আসুন এটার উজ্জাপন করি, উপভোগ করি, সেলিব্রেট করি। যতরকমভাবে, সবরকমভাবে, আমরা কি পারব না?
শুরুতে এই ছবির নাম ছিল 'কিজি অউর ম্যানি'। ছবিতে সুশান্তের চরিত্রের ম্যানি এবং সঞ্জনাকে দেখা যাবে কিজির ভূমিকায়। দিল বেচারায় দুই ক্যানসার আক্রান্তের ভূমিকায় দেখা যাবে সুশান্ত ও সঞ্জনাকে। অল্প বয়সেই মারণরোগ ক্যানসারে আক্রান্ত হওয়া সত্ত্বেও কীভাবে প্রতি মুহূর্তে লড়াই করে বাঁচতে হয় সেই গল্প ফুটে উঠবে ছবিতে। ছবিতে সুশান্ত-সঞ্জনা ছাড়াও দেখা মিলবে সইফ আলি খান, স্বস্তিকা মুখোপাধ্যায়,শ্বাশত চট্টোপাধ্যায়দের। জনগ্রিনের লেখা উপন্যাস ‘ফল্ট ইন আওয়ার স্টার’ অবলম্বনে হলিউডেও একই নামের একটি ছবি তৈরি হয়েছে ২০১৪ সালে। দিল বেচারার শ্যুটিং পর্ব মূলত হয়েছে জামেশপুরে, এবং উপন্যাস অনুযায়ী, গল্পের একটি গুরুত্বপূর্ন ভাগ শ্যুট হয়েছে ভালোবাসার শহর প্যারিসে। ছবি মুক্তির জন্য অপেক্ষা আরও দিন কয়েকের,তবে দিল বেচারার ট্রেলার সামনে আসছে আগামীকাল।