খুশির খবর দিলেন স্বরা ভাস্কর। শুধু খবরই নয়, তার সঙ্গে দিলেন ছবিও। নিজের এবং বর ফাহাদ আহমেদের ছবি দিয়ে স্বরা লিখেছেন, ‘প্রার্থনায় কখনও কখনও সাড়া পাওয়া যায়। আমরা খুব খুশি।’ কিন্তু তাঁর এই পোস্টের পরেই এসেছে নানা রকম কটূক্তি।
গত ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন অভিনেত্রী স্বরা ভাস্কর এবং সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ। তাঁদের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। একদিকে যেমন এই বিয়ের অনুষ্ঠানের প্রশংসা করেছিলেন অনেকেই, অন্যদিকে অনেকে আবার এর পিছনে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ জুড়ে দিয়ে বিষয়টির সমালোচনাও করেন।
তবে সে সব পর্ব মিটিয়ে সুখে সংসার করছেন স্বরা এবং ফাহাদ। তাঁদের বিয়ে নিয়েও আলোচনা বেশ কিছুটা থিতিয়ে পড়েছিল। তার মধ্যেই এবার এল নতুন বিষয়। এবং সেটিও বেশ খুশির খবর। মা হতে চলেছেন স্বরা। তাঁর এবং ফাহাদের মা-বাবা হতে যাওয়ার খবরটি সোশ্যাল মিডিয়ায় নিজেই দিয়েছেন স্বরা। তাঁর অন্তঃসত্ত্বা অবস্থার ছবি দিয়েছেন তিনি। ছবিতে তাঁকে জজ়িয়ে রয়েছে ফাহাদ।
(আরও পড়ুন: সতীন কাঁটা! স্বামী ফাহাদ আহমেদের ‘আসল স্ত্রী’র কথা সামনে আনলেন স্বরা ভাস্কর)
এই ছবির সঙ্গে স্বরা লিখেছেন, ‘প্রার্থনায় কখনও কখনও কখনও সাড়া পাওয়া যায়। আমরা খুব খুশি। একই সঙ্গে ধন্য,কৃতজ্ঞ,উত্তেজিত (এবং কোনও ধারণাও নেই) সম্পূর্ণ নতুন একটা জগতে পা রাখতে হচ্ছে বলে।’ স্বরার এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন এই পোস্টের নীচে। কিন্তু কটূক্তির শেষ নেই এখানে।
(আরও পড়ুন: বিয়ের পর 'পেহলি ইদ' স্বরা-ফাহাদের! পরিবারের সঙ্গে খুশির উৎসবে মজলেন অভিনেত্রী)
স্বরা এবং ফাহাদকে আক্রমণ করে কেউ কেউ মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। এসেছে ট্রোলও। কারও মতে, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন স্বরা। সেই কারণেই তড়িঘড়ি বিয়ে। কারও মতে, সেই কারণেই ফেব্রুয়ারি মাসে বিয়ের পর থেকে পুরো গায়েব অভিনেত্রী।
তবে যাই হোক না কেন, আপাতত স্বরা এবং ফাহাদ যে খুশিতে আছেন, আনন্দে আছেন, এবং আগামী দিনগুলো আনন্দের সঙ্গে উপভোগ করার প্রস্তুতি নিচ্ছেন, তা এই পোস্ট থেকেই প্রমাণিত। আর সেটি নিয়েই দারুণ শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনদের একাংশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup