গত ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’ মেনে বিয়ে করেন স্বরা ভাস্কর। ভিন ধর্মে বিয়ে নিয়ে কট্টরপন্থীদের রোষের মুখে পড়েন দুজনেই। কিন্তু ভালোবাসা তো আর ধর্মের বেড়াজাল মানে না! মার্চ মাসে সমাজিক রীতি-নীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্বরা-ফাহাদ। আর ৬ মাস যেতে না যেতেই দম্পতির কোল আলো করে এল ফুটফুটে সন্তান। আরও পড়ুন-‘এখন জানি মাসের শেষে অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে’, মিলি-র নায়ক হয়ে টেলিভিশনে অনুভব
গত ২৩শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী। সোমবার ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে কাটানো কিছু মিষ্টি মুহূর্তের ঝলক শেয়ার করে সুখবর দিলেন স্বরা। মেয়ের নামও জানিয়ে দিলন স্বরা-ফাহাদ। যৌথ বিবৃতিতে তাঁরা জানান, ‘দোয়া কবুল হল, আর্শীবাদ মিলল, একটা গান গুনগুন করছে একটা রহস্যাবৃত সত্য, আমাদের কন্যা সন্তান রাবিয়ার জন্ম হয়েছে ২৩ শে সেপ্টেম্বর। আমরা কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ এতো ভালোবাসার জন্য, মনে হচ্ছে এই জগতটা একদম নতুন’।
হ্য়াঁ, ফাহাদ আর স্বরা তাঁদের একরত্তির নাম রেখেছেন রাবিয়া। সুফি সাধক রাবিয়া বাসরির নামানুসারে মেয়ের নাম রেখেছেন দম্পতি। রাবিয়া মূলত আরবি শব্দ। রাবিয়ার অর্থ হল বসন্ত, রানি বোঝাতেও এই শব্দের ব্যবহার হয়।
স্বরা-ফাহাদের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। একদিকে যেমন এই বিয়ের অনুষ্ঠানের প্রশংসা করেছিলেন অনেকেই, অন্যদিকে অনেকে আবার এর পিছনে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ জুড়ে দিয়ে বিষয়টির সমালোচনাও করেন। সেইসব একটু থিতু হলেই জুন মাসে মা হতে চলার খবর জানিয়ে চর্চায় উঠে আসেন স্বরা। তার তিন মাস পরেই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।
মা হওয়ার খবর শোনানোর পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন স্বরা। নীনা গুপ্তা, মহম্মদ জিশান আয়ুব, টিসকা চোপড়া, গুণিত মঙ্গারা শুভেচ্ছা জানিয়েছেন নতুন মা-কে। আবার অনেকে অকারণে কটাক্ষ করতেও ছাড়েননি। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন স্বরা, সেই দাবি তুলে বিদ্রুপ করেছেন অনেকে।
স্বরা আগেই জানিয়ে, ২০২০ সালে একটি প্রতিবাদ সভায় ফাহাদের সঙ্গে প্রথম দেখা হয় এবং বাকিটা ইতিহাস। 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানের মাঝে শুরু হওয়া এই প্রেম কাহিনি পূর্ণতা পেয়েছিল আগেই, রাবিয়ার আগমনে সম্পূর্ণ হল স্বরা-ফাহাদের পরিবার।