গত ৯ এপ্রিল, রবিবার ৩৫ বছরে পা রেখেছেন স্বরা ভাস্কর। সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ের পর এটাই স্বরার প্রথম জন্মদিন। এবারের জন্মদিনটা কীভাবে সেলিব্রেট করেছেন, তারই কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বরা। স্বরার জন্মদিন সেলিব্রেশনের ছবিতে তাঁকে তাঁর বাবা মা উদয় ও ইরা ভাস্কর, ভাই ঈশান ভাস্করের সঙ্গে দেখা গিয়েছে, সঙ্গে রয়েছেন স্বামী ফাহাদ।
স্বরার পোস্ট করা ছবি ও ভিডিয়োতে দেখা যাচ্ছে স্বরা তাঁর স্বামী ও বাবার সঙ্গে সোফায় বসে থাকতে দেখা গিয়েছে। পাশের দুটি চেয়ারে বসে রয়েছেন অভিনেত্রীর মা ও ভাই। টেবিলে সাজানো 'বার্থ ডে গার্ল' স্বরার জন্য দুটি কেক, যার মধ্যে একটি বাড়িতেই বানানো। স্বরার শেয়ার করা ভিডিয়োতে তাঁকে কেক কেটে সকলকে খাওয়াতে দেখা যায়। উপস্থিত সকলকে স্বরাকে জন্য জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গান গাইতে দেখা যায়। আবার কখনও নিজের জন্মদিনে আলাদা করে ছবি তোলার জন্য পোজও দিয়েছেন স্বরা ভাস্কর। যেখান লাল-সাদা গাউনে দেখা যায় স্বরা ভাস্করকে। কানে পরেছিলেন রূপালি দুল।
জন্মদিনের ছবি ও ভিডিয়ো পোস্ট করে স্বরা ভাস্কর লিখেছেন, ‘অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দুঃখিত প্রত্যেককে আলাদা করে উত্তর দিতে পারিনি। তবে বন্ধু পরিবার এবং শুভাকাঙ্খীদের ভালবাসায় আনন্দিত এবং কৃতজ্ঞ বোধ করছি!’ জন্মদিনে তাঁর জন্য় সুন্দর পোশাক বানিয়ে দেওয়ার জন্য ডিজাইনার মহম্মদ মাজারকে ধন্যবাদ জানাতেও ভোলেননি স্বরা।
আরও পড়ুন-কলকাতায় থাকাকালীন মদ্যপান, ধূমপানে আসক্তি হয়, কীভাবে নেশা ছাড়েন? জানালেন অমিতাভ
স্বরার এই পোস্টের নিচে অভিনেত্রী গওহর খান সহ অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত স্ত্রীর জন্মদিনে তাঁকে 'ভাই' বলে সম্বোধন করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ফাহাদ আহমেদ। এর আগে একইভাবে ফাহাদকে 'ভাই' বলে সম্বোধন করে ট্রোল হয়েছিলেন স্বরা। সেই ট্রোলিংয়েরই জবাব দিতে ফের একবার স্ত্রীকে 'ভাই' সম্বোধন করে ফাহাদ লেখেন, 'এমন দিন বারবার আসুক। আমার জন্মদিনে তোমার পরামর্শ শুনে আমি বিয়ে করে ফেলি, আশা করি তুমি সেটা টুইটার থেকে জানতে পেরেছ। জীবনের সমস্ত দিক থেকে আমাকে সম্পূর্ণ করার জন্য তোমায় ধন্যবাদ, আমি তোমার মতো একজন বন্ধু এবং পরামর্শদাতা পেয়ে ধন্য। আমি তোমাকে ভালোবাসি' সবশেষে নোটে ফাহাগ লেখেন এখানে ‘ভাই’ শব্দটির কোনও লিঙ্গ নেই।