স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই যে কেবল টলিউডের অন্যতম খ্যাতনামা শিল্পী এমনটা একেবারেই নয়। তিনি তাঁর সাজ, স্টাইল দিয়ে সবার নজর কেড়েছেন বারবার। শুধুই কি তাই নিজের ভাবনা, বক্তব্য প্রকাশ করতে কখনও দ্বিধা বোধ করেননি, উল্টে অন্যায়ের প্রতিবাদ করেছেন। এবারও তিনি সরব হলেন ট্রোলের বিরুদ্ধে।
ট্রোলের বিরুদ্ধে মুখ খুললেন স্বস্তিকা
সোশ্যাল মিডিয়ায় হামেশাই নানা মানুষকে নানা কারণের জন্য ট্রোল্ড হতে হয়। বাদ যান না তারকারাও। তাঁদের তো পান থেকে চুন খসলেই সেটা নিয়ে শুরু হয়ে যায় মিম, চলে কটাক্ষের বন্যা। এবার সেসবের বিরুদ্ধে মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, 'মরে যাওয়ার পর আর হেলে (নরক) যাওয়ার প্রয়োজন নেই। আমাদের চারপাশটাই দিন দিন নরকে পরিণত হচ্ছে।' এরপর তিনি নিজের বিষয়ে উড়ে বেড়ানো গুজব নিয়ে বলেন, 'আমি তো এও শুনেছি যে অনেকে নাকি আমায় গাঁজা খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেছে। কবে দেখেছে? কোথায় দেখেছে? কারা দেখেছে? ট্রোল করতে হলেও না মিনিমাম পড়াশোনা করা উচিত। যেটা এখন আর হয় না।'
আরও পড়ুন: ডাঙ্কি-সালারের দাপটের মাঝেও 'ক্রিজে' টিকে অ্যানিম্যাল, ২৪ তম দিনে ২.৭৭ কোটি ঘরে তুলল রণবীর ছবি
আরও পড়ুন: বলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট থেকে আরবাজ খানের স্ত্রী! কে এই সুরা খান?
এরপর তিনি ট্রোললারদের একহাত নিয়ে বলেন, 'ফেসবুকটা দিন দিন পাড়ার কাকিমাতে ভর্তি হয়ে যাচ্ছে, যাঁরা খালি গসিপ করে। সব সময় তাঁদের সব কিছু নিয়েই যেন মন্তব্য করতে লাগে। অদ্ভুত সমাজে বাস করছি আমরা।'
প্রসঙ্গত কিছুদিন আগেই যখন পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করেন অনুপম রায়ের স্ত্রীকে তখনও সেই ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল স্বস্তিকার নাম। উসকে গিয়েছিল তাঁদের পুরনো প্রেমের প্রসঙ্গ। বাদ যায়নি তাঁর সাজ, সবুজ লিপস্টিক পরা। সেটা নিয়েও সাম্প্রতিককালে তাঁকে সহ্য করতে হয়েছে কটাক্ষ। এবার একসঙ্গে তিনি জবাব দিলেন সব কিছুর।