দ্বিতীয়বার ছাদনাতলায় গেলেন সলমন খানের দাদা আরবাজ খান। বিয়ে করলেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট সুরা খানকে। বড়দিনের ঠিক মুখেই ২৪ ডিসেম্বর জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলেন তাঁরা। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়, পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হয় তাঁদের। কিন্তু কে এই সুরা খান?
সুরা খানের বিষয়ে অজানা কথা
বলিউডের অন্যতম জনপ্রিয় মেকআপ আর্টিস্ট হলেন সুরা খান। তিনি তবে সুনিপুণ কাজ, দক্ষতার জন্য নিজের সুনাম, খ্যাতি অর্জন করেছেন বি-টাউনে। বহু তারকাই তাঁর কাছে মেকআপ করেন। আরবাজ খানের নতুন স্ত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায় যে তিনি কতটা গুণী শিল্পী। তিনি কীভাবে কেমন কাজ করেন।
যদিও সোশ্যাল মিডিয়ায় নিজের লো প্রোফাইল মেনটেন করতেই পছন্দ করেন সুরা খান, তবুও তাঁর গ্রাহকদের মধ্যে রয়েছেন রবিনা টন্ডন, তাঁর মেয়ে রাশা থাডানি, প্রমুখের মতো বলি তারকারা।
আরও পড়ুন: বিফ খেয়ে পুরীর মন্দিরে প্রবেশ করেছিলেন জনপ্রিয় ইউটিউবার? বিতর্ক উসকাতেই বললেন, 'আমি সাচ্চা হিন্দু'
আরও পড়ুন: ডাঙ্কি-সালারের দাপটের মাঝেও 'ক্রিজে' টিকে অ্যানিম্যাল, ২৪ তম দিনে ২.৭৭ কোটি ঘরে তুলল রণবীর ছবি
কোথায় কীভাবে শুরু হয় আরবাজ এবং সুরার প্রেম কাহানি?
পাটনা শুক্লা নামক একটি ছবির সেটে প্রথম আলাপ হয় আরবাজ এবং সুরার। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। এই ছবিতে আরবাজ ছাড়াও আছেন রবিনা টন্ডন, চন্দন রায় সান্যাল, সতীশ কৌশিক, মানব ভিজ, অনুষ্কা কৌশিক, প্রমুখ। এই ছবিতে এক নারীর দুর্দান্ত লড়াইয়ের গল্প দেখানো হবে, যা আবর্তিত হয়েছে পাটনা শহরে। ছবিটির প্রযোজনা করেছেন আরবাজ।
প্রসঙ্গত আরবাজ খানের এটা দ্বিতীয় বিয়ে। তিনি এর আগে ১৭ বছর মালাইকা আরোরার সঙ্গে দাম্পত্য জীবন কাটান। এরপর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। একদিকে মালাইকা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, অন্যদিকে আরবাজ খানের জীবনে আসেন জর্জিয়া। যদিও সেই প্রেমও টেকেনি তাঁদের। তারপরই তিনি প্রেমে পড়েন সুরার এবং বিয়ে করে নেন। তবে মালাইকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও তাঁরা এখনও দুজন মিলেই তাঁদের সন্তান আরহানকে মানুষ করছেন।