বক্স অফিস জুড়ে এখন কেবলই ডাঙ্কি এবং সালারের দাপট। খানিকটা ব্যাকফুটে রণবীরের অ্যানিম্যাল। তবুও মোটের উপর ভালোই আয় করে চলেছে এই ছবি। চতুর্থ রবিবারেও ভারতীয় বক্স অফিসে ২.৭৭ কোটি টাকা আয় করেছে রণবীরের ছবি।
অ্যানিম্যাল ছবির বক্স অফিস
সচনিল্কের একটি রিপোর্টে জানানো হয়েছে অ্যানিম্যাল ২৪ তম দিনে এসেও বক্স অফিসে দাপট বজায় রেখেছে। এদিন এই ছবি ২.৭৭ কোটি টাকা আয় করেছে। হ্যাঁ ডাঙ্কি এবং সালারের মুক্তির পরেও এতটা ভালো আয় করছে এই ছবি।
রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল ছবিটির মোট আয় এখন গিয়ে দাঁড়িয়েছে ৫৩৭.২ কোটি টাকায়। এটা ভারতীয় বক্স অফিসের রেজাল্ট। ছবিটি মুক্তি পাওয়ার পর যতই বিতর্ক উসকে যাক না কেন বক্স অফিসে তার প্রভাব একেবারেই পড়েনি। বরং উল্টে ভালো আয় করেছে।
আরও পড়ুন: 'ডাঙ্কি যখন টাকা খরচ করে দেখব তখন...', প্রধান কাবুলিওয়ালা মুক্তির আগেই বিস্ফোরক অঙ্কুশ, লিখলেন কী?
ইতিমধ্যেই রণবীর কাপুরের অ্যানিম্যাল শাহরুখ খানের পাঠান এবং ববি দেওলের গদর ২ এর ভারতীয় বক্স অফিস আয়কে ছাপিয়ে গিয়েছে। এটার স্থান এখন কিং খানের জওয়ান ছবির ঠিক পরেই। ফলে এটা বলাই বাহুল্য যে ২০২৩ এর অন্যতম বাণিজ্যিক ভাবে সফল ছবি হল অ্যানিম্যাল।
অ্যানিম্যাল প্রসঙ্গে
অ্যানিম্যাল ছবিটির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। তাঁর এই ছবিতে রণবীর কাপুর ছাড়াও আছেন রশ্মিকা মন্দানা, ববি দেওল, অনিল কাপুর, প্রমুখ। এই ছবিটির পর অ্যানিম্যাল পার্ক বানাতে চান বলেই জানিয়েছেন পরিচালক। তবে বক্স অফিসে যতই ব্যবসা করুক না কেন এক ছবিটি নিয়ে কিন্তু তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। কখনও দর্শকরা বলেছেন এই ছবি উগ্র পৌরুষকে উদযাপন করেছে, কখনও বলা হয়েছে এটা নারী বিদ্বেষী। তৃপ্তির সঙ্গে রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য, রণবীর রশ্মিকার নগ্ন দৃশ্য এবং ববি দেওলের বৈবাহিক ধর্ষণের সিন নিয়েও উসকে গিয়েছে বিতর্ক।