দিনকয়েক আগেই এক সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন তাপসী পান্নু। আর এবার তু তু ম্যায় ম্যায় হল এক নেট-নাগরিকের সঙ্গে টুইটারে। নিজের ছবি ‘দোবারা’ নিয়ে পোস্ট হওয়া ভালো ভালো রিভিউর জবাব দিতে গিয়েই ঝগড়া করে ফেললেন তিনি। সেখানেই এক ব্যক্তি প্রশ্ন তোলেন, কেন তাপসীর ভক্ত সংখ্যা এত কম! আর এই প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন ‘পিঙ্ক’ নায়িকা। দু'-চারটে কথা শুনিয়ে দেওয়ার সুযোগও ছাড়েননি।
টুইটারে এক ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে ট্রোল করার চেষ্টা করা হয় তাপসীকে। যেখানে অভিনেত্রীর ফলোয়ার্স সংখ্যা ও টুইটের স্ন্যাপশটের স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, ‘টুইটারে তাপসীর ৪.৮ মিলিয়ান ফলোয়ার্স। আর সেখানে টুইটে ৫-৮ খানা রেসপন্স। আর এই তাপসীই এসে অভিযোগ করবে কেন দর্শকরা তাঁর সিনেমা দেখতে হলে যায় না।’ এই টুইট নজর এরায়নি পান্নুর। উত্তর দেন ‘আরও চেষ্টা করো’। আর তাতে ফের উত্তর দেন ওই জনৈক। লেখেন, ‘বাস্তবেই, তোমার এটা দরকার’।
তবে এখানেই তর্ক থামেনি। কারণ অভিনেত্রী নিজেই একটা টুইট করেন ওই জনৈকের টুইটের জবাবে। তিনি লেখেন, ‘অর্ধেক তো আপনার জনতা আমার ফলোয়ার্স যারা আমাকে এখনও প্রাসঙ্গিক বানিয়ে রেখেছে। তাই ধন্যবাদ সেই কারণে। আর তুমি এই যে আমার নজর কাড়তে পেরেছ সেই কারণে তোমাকে জানাই শুভেচ্ছা।’
গত শুক্রবারই মুক্তি পেয়েছে তাপসীর সিনেমা ‘দোবারা’। অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিটি ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে দর্শকদের। অনেকেই বলছেন তাঁরা ছবি থেকে চোখ ফেরাতে পারেননি এত টানটান উত্তেজনা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত।
প্রসঙ্গত, ছবির প্রচারে একদিন অভিনেত্রী তর্কে জড়িয়েছিলেন সাংবাদিকের সঙ্গে। এক ইভেন্টে দেরিতে পৌঁছন তিনি। আর সেখানে পাপারাৎজিরা সেই কথা বলতেই রেগে যান। এমনকী দুপক্ষের তরফে বাদানুবাদও হয়। অভিনেত্রী এই সাংবাদিকের দিকে তাকিয়ে বলে ওঠেন, ‘দয়া করে আমাকে সম্মান দিয়ে কথা বলুন, আমি শুধুমাত্র নিজের কাজ করছি। সমস্ত জায়গায় আমাকে যে সময়ে আসতে বলা হয়, আমি তখনই আসি। আপনি যদি আমাকে সম্মান দিয়ে কথা বলেন, আমিও বলব।’
তাপসীকে এর পরেও বলতে শোনা যায়, ‘ক্যামেরা যেহেতু আমার দিকে তাই আমি কীভাবে কথা বলছি সেটা শোনা যাচ্ছে, এটা যদি আপনাদের দিকে হত তাহলে বুঝতে পারতেন আপনারা কীভাবে আমার সঙ্গে কথা বলছেন।’ আরও কিছুক্ষণ কথা কাটাকাটি চলার পর তাপসী হাত জোর করে বলেন, ‘আপনারাই সবসময় ঠিক হন। আর অভিনেতারা ভুল।’