বাংলা নিউজ > বায়োস্কোপ > Taapsee Pannu's Viral Video: 'ক্যামেরার সামনে ভালো মেয়ে সাজতে পারব না', ফের কার উপর ক্ষেপে গেলেন তাপসী?

Taapsee Pannu's Viral Video: 'ক্যামেরার সামনে ভালো মেয়ে সাজতে পারব না', ফের কার উপর ক্ষেপে গেলেন তাপসী?

ফের কার উপর ক্ষেপে গেলেন তাপসী?

Taapsee Pannu's Viral Video: কিছুদিন আগেই তাপসী পান্নুর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, সেখানে তাঁকে একজন পাপারাজ্জিকে ধমক দিতে দেখা যায়। একটি ইন্টারভিউতে কী বললেন সেই বিষয়ে?

তাপসী পান্নুকে বেশ কয়েকবার জনসমক্ষে মেজাজ হারাতে দেখা গিয়েছে। পাপারাজ্জিদের ধমক দিতেও দেখা গিয়েছে। কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যায় যে একজন পাপারাজ্জির প্রশ্নে তিনি বিরক্তবোধ করছেন। এবং তারপর সেই সাংবাদিককে তিনি ধমক দিতেও ছাড়েননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়ে মতামত জানালেন ‘থাপ্পড়’ ছবির নায়িকা। 

অভিনেত্রী বলেন যতই তাঁকে সবাই উদ্ধত, অসভ্য বলুক না কেন, কেউ যদি তাঁর ব্যক্তিগত পরিসরে নাক গলায় তাহলে তিনি ঠিক একই ভাবে প্রতিবাদ করবেন। আর এই একই কারণে তাঁকে একাধিক বার পাপারাজ্জিদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা গিয়েছে, কারণ তাঁরা নাকি অভিনেত্রীর 'ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন।' তিনি তাই সাংবাদিকদের বলেছেন তাঁরা যেন একটা সীমা বজায় রেখে চলেন।

নিজের প্রাইভেসি নিয়ে সেই ইন্টারভিউতে বলার সময় তিনি বলেন ফটোগ্রাফাররা ভালো মতোই জানেন যে তাঁরা যদি অমন করেন তাহলে তিনি রেগে যাবেন। আর জানার পরেও ইচ্ছে করেই তাঁরা ওইরকম আচরণ করে বলে জানান অভিনেত্রী। তিনি একই সঙ্গে প্রশ্ন করেন, যখন তাঁরা দেখতে পাচ্ছেন যে উনি কথা বলতে চাইছেন না, তাহলে কেন একজন সাংবাদিক গিয়ে ওঁর গাড়ির দরজা ধরবেন? তাঁর মতে, ছেলে হোক বা মেয়ে, একজন ফটোগ্রাফার যদি সবসময় তাঁর মুখের সামনে ক্যামেরা তাক করে রাখেন সেটা বিরক্তির কারণ।

তাপসীর কথায়, তিনি একজন তারকা বলেই যে তাঁর কোনও ব্যক্তিগত জীবন থাকতে পারে না, তিনি বডিগার্ড নিয়ে হাঁটেন বলে যে সবসময় তাঁর দিকে ক্যামেরা আর মাইক তাক করে রাখতে হবে এমনটা তো নয়। একজন সাধারণ মানুষের মতো তাঁরও ব্যক্তি স্বাধীনতা আছে বলেই জানান অভিনেত্রী। তিনি আরও বলেন, গোটা জিনিসটা আরও বিশ্রী পর্যায় চলে যায় যখন মিডিয়া তাঁকে উদ্ধত বলে দেগে দেয়।

তাপসী বলেন, যদি তিনি সাধারণ সম্মান, স্পেস চেয়ে থাকেন বলে সকলে তাঁকে উদ্ধত ভাবে তাহলে তিনি তাই। তিনি এটার জন্য কারও মন জুগিয়ে চলতে পারবেন না। ক্যামেরার সামনে ভালো মেয়েটি সাজতেও পারবেন না।

আগামীতে শাহরুখ খানের সঙ্গে তাঁকে দেখা যেতে চলেছে। এটা তাঁদের প্রথম ছবি হবে একসঙ্গে। ‘ডাঙ্কি’ ছবিটি আগামী বছর মুক্তি পাবে। অন্যদিকে তাঁকে শেষ দেখা গিয়েছে ‘ব্লার’ ছবিটিতে। এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

বন্ধ করুন