দীর্ঘ আট বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তথাগত-দেবলীনা, গত বছর শেষে এই খবরে চমকে উঠেছিলেন অনেকেই। টলিগঞ্জের অন্যতম আদর্শ দম্পতি হিসাবে পরিচিত ছিল এই জুটি। শোনা গিয়েছিল স্বামী-স্ত্রীর মাঝে আগমন ঘটেছে তৃতীয় ব্যক্তির, আর সেই নি্য়ে যাবতীয় সমস্যা। তথাগতর ‘ভটভটি’ ছবির নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়কে ঘিরেই নাকি সমস্যার সূত্রপাত। কানাঘুষো শোনা গিয়েছিল দেবলীনাকে ছেড়ে এখন বিবৃতির সঙ্গেই সংসার পেতেছেন তথাগত। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই বর-কনের বেশ ফের সামনে এলেন তথাগত-দেবলীনা। তবে কি ভাঙা সম্পর্ক ফের জোড়া লাগল?
বুধবার শহরের এক পোশাক বিপনণী সংস্থার হয়ে একসঙ্গে প্রচার সারলেন ‘প্রাক্তন’ জুটি। দেবলীনার পরনে এদিন ছিল বেনারসী দিয়ে তৈরি লেহেঙ্গা। সঙ্গে মানানসই সোনার গহনা, সিঁথিতে চওড়া সিঁদুর। অন্যদিকে তথাগতকে দেখা গেল নতুন বরের বেশে। যা দেখে মুগ্ধ দেবলীনা। বলেই ফেললেন, ‘তথাকে দারুণ মানিয়েছে’। বিচ্ছিন্না স্ত্রীর প্রশংসা করতে ভুললেন না তথাগতও। ‘খুব সুন্দর লাগছে দেবলীনাকে', বলে ফেললেন হাসিমুখে। কিন্তু দুজনের রিলেশনশিপ স্টেটাসটা এখন ঠিক কী? সেই প্রশ্নের উত্তর কিন্তু দুজনের এড়িয়ে গেলেন।
তথাগত-বিবৃতির সম্পর্কের গুঞ্জন মাথাচাড়া দিলেও সেই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চায়নি দুপক্ষই। তবে বিবৃতি-দেবলীনার ঠাণ্ডা যুদ্ধ সোশ্যাল মিডিয়ায় সকলে দেখেছে। তথাগতর সঙ্গে আলাদা থাকবার কথা সামনে আসবার পর শোনা গিয়েছিল অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন দেবলীনা। যদিও নিজেদের সম্পর্ককে স্রেফ বন্ধুত্বের নাম দিয়েছেন অভিনেত্রী। মাস কয়েক আগেও দেবলীনা এক সাক্ষাত্কারে বলেছিলেন, তথাগতকে তিনি এখনও ভালোবাসেন। ফেরবার পথ যে বন্ধ হয়নি সেই ইঙ্গিতও দিয়েছিলেন। তবে কি ফের ভাঙা সম্পর্ক জোড়া লাগছে? জল্পনা উস্কে দিল বুধবারের ঘটনাক্রম।