চার দিনেই ফুরিয়ে এল তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটির দৌড়! সোমবার এক ধাক্কায় অনেকটাই কমে গেল এই ছবির আয়। চার দিনে বক্স অফিসে শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত ছবিটি মাত্র ৩০ কোটি টাকা তুলতে পেরেছে। অন্যদিকে ২০ দিনেই মনে হচ্ছে ফুরোতে চলেছে ফাইটার ছবিটির লড়াই। সোমবার বক্স অফিসে নামমাত্র আয় করেছে হৃতিকের ছবি।
তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়ার বক্স অফিস কালেকশন
চতুর্থ দিনে বক্স অফিসে শাহিদ কাপুরের তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটি মাত্র ৩.৭৫ কোটি টাকা আয় করেছে। হ্যাঁ, রবিবারের পর সোমবার একধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল আয়ের পরিমাণ। প্রায় ৬৫ শতাংশ পড়েছে এদিন ব্যবসার হার। চার দিনের মাথায় এটি মোট ৩০.৮৫ কোটি টাকার লক্ষ্মীলাভ করেছে বক্স অফিসে।
আরও পড়ুন: কলকাতায় বিগ বস জয়ী মুনাওয়ারের সঙ্গে হিনা! শুটের ফাঁকে কচুরি-আলুরদম-জিলিপি দিয়ে মহাভোজ!
মুক্তি পাওয়ার দিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটি বক্স অফিসে ৬.৭ কোটি টাকা আয় করেছিল। এরপর ৯.৬৫ কোটি টাকা আয় করে দ্বিতীয় দিনে। রবিবার অর্থাৎ তৃতীয় দিনে সেটা বেড়ে হয় ১০.৭৫ কোটি। তবে সপ্তাহের শুরুতে স্লথ হল সেই গতি।
ফাইটার ছবির বক্স অফিস কালেকশন
ফাইটার ছবিটি সোমবার বক্স অফিসে মাত্র ১ কোটি ১৫ লাখ টাকা আয় করেছে। ফলে বর্তমানে এই ছবিটির আয় গিয়ে দাঁড়িয়েছে ১৯৮.৪৯ টাকায়।
প্রথম সপ্তাহে হৃতিক, দীপিকা অভিনীত এই ছবিটি ১৪৬.৫ কোটি টাকা আয় করে, দ্বিতীয় সপ্তাহে সেই লক্ষ্মীলাভের পরিমাণ কমে হয় ৪১ কোটি। তৃতীয় শুক্রবার এই ছবিটি বক্স অফিসে ১.৭৫ কোটি টাকা আয় করে মাত্র যা শনিবার আসতে খানিক বেড়ে হয় ৩.৭ কোটি টাকা। রবিবার এই ছবিটি ৪ কোটি আয় করেছে।
আরও পড়ুন: প্রথম ঝলকেই বাইক নিয়ে খেল 'সারফিরা' অক্ষয়ের, কবে আসছে সুপারহিট সুরারাই পত্তরুর হিন্দি রিমেক?
তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটির প্রসঙ্গে
এই তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটি ৯ ফেব্রুয়ারি মুক্তি পেল ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগে। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন শাহিদ কাপুর, কৃতি শ্যানন। এই ছবিতে অন্যান্য ভূমিকায় আছেন ধর্মেন্দ্র, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। এটির প্রযোজনা করেছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপান্ডে, লক্ষ্মণ উটেকর, প্রমুখ। ছবিটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবিটি দর্শক এবং সমালোচকদের কাছে।
ফাইটার প্রসঙ্গে
২৫ জানুয়ারি মুক্তি পেল ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছেন এই ছবির। এটি একটি এরিয়াল অ্যাকশন মুভি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ। গত বছরও একই দিনে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান।