আসছে জনপ্রিয় তামিল ছবি সুরারাই পত্তরুর হিন্দি রিমেক। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় কুমার। মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি তিনি এই রিমেক ছবিটির নাম প্রকাশ্যে আনলেন। এটির নাম রাখা হয়েছে সারফিরা। এখানে সুরিয়ার জায়গায় মুখ্য ভূমিকায় দেখা যাবে প্যাডম্যানকে।
সারফিরা ছবির টিজার
মঙ্গলবারই এই ছবির প্রথম ঝলক আনা হয়। সেখানে দেখা যাচ্ছে ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে বাইক চালাচ্ছেন অক্ষয়। আর বাইক চালাতে চালাতে আচমকা পিছনে হেলে গিয়ে নিজের খেল দেখাতে থাকেন খিলাড়ি কুমার। সারফিরা ছবির এই টিজার পোস্ট করে সেটার ক্যাপশনে অক্ষয় কুমার লেখেন, 'স্বপ্ন এতটাই বড় দেখ যে ওরা সবাই যেন তোমায় পাগল বলে ডাকে। সারফিরা আপনাদের কাছের সিনেমা হলে আসছে আগামী ১২ জুলাই।'
সুরিয়া নিজেও এই ছবির টিজার শেয়ার করেছেন। প্রসঙ্গত তিনি এই ছবির হিন্দি ভার্সনের একজন প্রযোজকও বটে। তাঁরা সারফিরা ছবিটির টিজার প্রকাশ্যে আনতেই ভক্তরা তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সেখানে কেউ কেউ লিখেছেন সুরারাই পত্তরুর মতো এমন কাল্ট ছবির রিমেক বানানো উচিত নয়। কেউ আবার লেখেন, 'এই ছবিতে অক্ষয়কে দেখার জন্য মুখিয়ে আছি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এমন একটা ছবির রিমেক না বানালে চলছিল না!'
আরও পড়ুন: সৌরভকে দিয়ে ঘরের সব কাজ করান ডোনা? দাদাগিরিতে বললেন, 'কোথাও থেকে এসেই আমি...'
আরও পড়ুন: প্রেমে পড়লেই ঝামেলায় পড়েন ঐন্দ্রিলা! দিদি নম্বর ওয়ানে মিলির পাপড়ি বললেন, 'আসলে আমি কাউকে...'
সারফিরা ছবির প্রসঙ্গে
সারফিরা ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সুরিয়াকে। তাঁরা দুজনেই এই ছবির শুটিংয়ের সময়কার একটি ছবি ভাগ করে সেই বিশেষ খবর দিয়েছিলেন। এটির ২০২৩ সালেই মুক্তি পাওয়ার কথা ছিল। ১ সেপ্টেম্বর ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা প্রথমে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে সেটা বদলানো হয়। এবার জানা গেল এই ছবিটি ১২ জুলাই আসছে এই বছরের। ছবিটির পরিচালনা করেছেন সুধা কোঙ্গারা, অর্থাৎ সুরারাই পত্তরুর যিনি পরিচালক ছিলেন তিনি এই হিন্দি রিমেকের পরিচালক। এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, প্রমুখ। প্রসঙ্গত আসল ছবিটি অর্থাৎ সুরারাই পত্তরু ২০২০ সালে মুক্তি পেয়েছিল।