বসন্তের ছোঁয়া এখন সবার মনে। চারিদিকে প্রেম প্রেম আবহ। তার মধ্যে এবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজোও এবার পড়েছে ১৪ ফেব্রুয়ারি। ফলে সোনায় সোহাগা ব্যাপার একেবারে! আর ঠিক এমন একটা বিশেষ দিনের আগে নিজেদের প্রেমের গল্প সকলের সঙ্গে ভাগ করে নিলেন তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য।
নীল এবং তৃণার প্রেম
ছোট পর্দার ভীষণ চেনা মুখ হলেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। যদিও তাঁরা রিয়েল লাইফ কাপল, তবুও এখনও পর্যন্ত তাঁদের রিল লাইফে জুটি বাঁধতে দেখা যায়নি। কিন্তু আগামীতে আসছে তাঁদের প্রথম ছবি তিলোত্তমা। তার ঠিক আগেই নিজেদের প্রেমের গল্প ভাগ করে নিলেন তাঁরা। নীল এবং তৃণার প্রেমের শুরুটা হয়েছিল কোচিং সেন্টার থেকে। তাঁরা ট্রায়াঙ্গুলার পার্কের কাছে একটি কোচিং সেন্টারে পড়তেন। সেখানেই আজ থেকে প্রায় দশ বছর আগে তাঁদের গল্পটা শুরু হয়েছিল।
আরও পড়ুন: বাস্তবের জুটি এবার বড় পর্দায়! 'তিলোত্তমা'র বুকে জমবে নীল-তৃণার প্রেম
আরও পড়ুন: সৌরভকে দিয়ে ঘরের সব কাজ করান ডোনা? দাদাগিরিতে বললেন, 'কোথাও থেকে এসেই আমি...'
ভ্যালেন্টাইন্স ডের আগে সেখানে অর্থাৎ সেই কোচিং সেন্টারে তাঁরা একটি শুট করতে গিয়েছিলেন। একই সঙ্গে স্মৃতির সরণি বেয়ে ফিরে গেলেন পুরনো দিনে। অভিনেতা জানান, 'আমরা যখন এমবিএ করছি তখন একটা কোচিং সেন্টারে আমাদের দেখা হয়। প্রথম দেখাতে একে অন্যের প্রেমে না পড়লেও ভালো লেগেছিল। তাই আজ সেই পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ছে।' একই সঙ্গে ক্যালকাটা টাইমসকে দেওয়া এই সাক্ষাৎকারে তৃণা বলেন, 'আমার সঙ্গে যখন নীলের দেখা হয়েছিল ওখানে, আমরা যখন একে অন্যের সঙ্গে সময় কাটাতাম মনে হয়েছিল এটা একটা সাময়িক বিষয়। কেটে যাবে। কিন্তু পরে বুঝেছিলাম ওকে ভালোবেসেছি। আর ওও আমাকে।'
একই সঙ্গে অভিনেত্রী বলেন, 'এরপর আমি যখন দিল্লি চলে যাই তখন মনে হয়েছিল যোগাযোগ বুঝি এবার কেটে গেল। কিন্তু আমি কলকাতায় ফিরতেই সেই পুরনো প্রেম ফের জোড়া লাগে। আমি কলকাতার কাছে কৃতজ্ঞ আমার লাইফ পার্টনার খুঁজে দেওয়ার জন্য।'
আরও পড়ুন: প্রেমে পড়লেই ঝামেলায় পড়েন ঐন্দ্রিলা! দিদি নম্বর ওয়ানে মিলির পাপড়ি বললেন, 'আসলে আমি কাউকে...'
আরও পড়ুন: অমিতাভ এবার দশরথের চরিত্রে? কবে থেকে শুরু করছেন রামায়ণের শুটিং
তাঁরা এদিন তাঁদের সম্পর্কের কথা জানাতে গিয়ে বলেন তাঁদের প্রেমে কলকাতার এক মস্ত অবদান আছে। সাদার্ন অ্যাভিনিউতে তাঁরা হাঁটতেন, ক্যাফেতে যেতেন, সরস্বতী পুজো তাঁদের কাছে ভ্যালেন্টাইন্স ডে ছিল বলেও জানান। তাঁদের কথায়, 'এই শহরের অলিগলি আমাদের একে অন্যের প্রেমে ফেলেছিল। এটা সত্যিই প্রেমের শহর।'
নীল তৃণার প্রজেক্ট
নীল ভট্টাচার্যকে শেষবার বাংলা মিডিয়াম ধারাবাহিকে দেখা গিয়েছিল। অন্যদিকে তৃণা সাহা বর্তমানে ওম সাহানির সঙ্গে জুটি বেঁধে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে কাজ করছেন। এটি স্টার জলসায় দেখা যায়। আগামীতে আসছে তিলোত্তমা। এই ছবিটির পরিচালনা করেছেন সৌম্যজিৎ আদক। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, নীল ভট্টাচার্য, তৃণা সাহা প্রমুখকে।