বাংলা নিউজ > বায়োস্কোপ > The Bengal Scam: টাকা তছরুপের ঘটনা নিয়ে তৈরি ‘দ্য বেঙ্গল স্ক্যাম’ আসছে, কোন গল্প বলবে এই সিরিজ

The Bengal Scam: টাকা তছরুপের ঘটনা নিয়ে তৈরি ‘দ্য বেঙ্গল স্ক্যাম’ আসছে, কোন গল্প বলবে এই সিরিজ

দ্য বেঙ্গল স্ক্যাম

Hoichoi Release: হইচইতে মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ওয়েব সিরিজ দ্য বেঙ্গল স্ক্যাম। অভিনয়ে দেখা যাবে রজতাভ দত্ত, সোনামনি সাহা, প্রমুখকে।

দ্যা বেঙ্গল স্ক্যাম ওয়েব সিরিজের পোস্টার মুক্তি পেল। আগামী ১১ নভেম্বর এই ওয়েব সিরিজ হইচইতে মুক্তি পেতে চলেছে। আগেই জানা গিয়েছিল যে দ্যা বেঙ্গল স্ক্যাম বমা কাণ্ড মুক্তি পাবে এই ওটিটি প্ল্যাটফর্মে, এবার সেটার পোস্টার লঞ্চ হল। এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে রজতাভ দত্ত, সোনামনি সাহা এবং কিঞ্জল নন্দকে। সোনামনিকে মূলত সিরিয়ালে দেখা যায়। অন্যদিকে রজতাভ দত্ত বহুদিন টলিউডের সঙ্গে জড়িত, তাঁর অভিনয় সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। এদিকে কিঞ্জল নন্দ সম্প্রতি একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন। এই ওয়েব সিরিজের পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ।

হইচই সিজন ৬ এর ঘোষণা করা হয় যখন তখন তাতে মোট ২৫টি নতুন বা দ্বিতীয় সিজনের কথা ঘোষণা করা হয়েছিল। আর সেই তালিকায় এই ছবির নাম ছিল। সোনামনি এই প্রথমবার হইচইতে কাজ করলেন।

অন্যদিকে আসতে চলেছে একটি থ্রিলার গল্প, দেবারতি মুখোপাধ্যায়ের লেখা রাঢ় গল্পের ভিত্তিতে তৈরি করা হয়েছে ত্রৈলোক্য। এই ওয়েব সিরিজের পরিচালনা করেছেন অরিন্দম শীল। এই গল্পে দেখা যাবে এক মহিলা সিরিয়াল কিলারের কথা। রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ আসছে হইচইতে। সেই ওয়েব সিরিজের নাম ডি এম মল্লিকা। সেখানেও ফুটে উঠবে এক নারীর কথা, যাঁর বিশেষ ক্ষমতা রয়েছে এবং তিনি কীভাবে রাজনীতিতে সাফল্য পান সেটাই ধরা পড়বে ডি এম মল্লিকায়। তবে এই দুই সিরিজে কাদের দেখা যাবে সেটা এখনও জানা যায়নি।

হইচই সিজন ৬এ আর যে ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে, সেগুলোর তালিকায় আছে, ইন্দু ২, মিস্টার কলকেতা, বোধন, মহানগর অন্তিম পর্ব, গোরা ২, হ্যালো রিমেম্বার মি, ইন্দুবালা ভাতের হোটেল, যোগসূত্র, সম্পূর্ণা দ্যা ফাইনাল চ্যাপ্টার, হোস্টেল ডেজ, প্রফেসর ভূতনাথ, ইত্যাদি।

বন্ধ করুন