সম্প্রতি, 'দ্য কপিল শর্মা শো'-তে 'আতরঙ্গি রে' ছবির প্রচার সারতে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার, সারা আলি খান এবং পরিচালক আনন্দ এল রাই। অনুষ্ঠান চলাকালীন মঞ্চের মাঝেই শো-এর অন্যতম জনপ্রিয় অভিনেতা কিকু সারদার সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন অক্ষয়। সঙ্গে ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়েও চূড়ান্ত ঠাট্টা করতে ছাড়লেন না তাঁরা!
সম্প্রতি শো কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ওই পর্বের একটি প্রোমো। সেই দমফাটা হাসির ঝলকে দেখা যাচ্ছে কপিলের শো-তে নিজের অভিনীত একটি জনপ্রিয় চরিত্র 'উকিল সাহাব' সেজে হাজির হয়েছেন কিকু। এসেই অক্ষয়-সারাদের উদ্দেশে তাঁর ঘোষণা 'সদ্য রাজস্থান থেকে ফিরলাম। বিরাট এক বিয়ের অনুষ্ঠান থেকে। বিশ্বাস করুন, জীবনে এত জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান আমি দেখিনি!' অক্ষয়ের পাল্টা প্রশ্ন, 'কেন দেখিসনি কেন?' কিকুর চটপট জবাব, 'দেখব কি করে?ওঁরা বিয়েতে ডাকলে তবে না দেখব!' অক্ষয়ের হাসি থামার পর কিকু ফের বলে ওঠেন, 'তবে এটুকু বলতে পারি বিয়েটা বেশ 'কৌশল'-মঙ্গলেই সম্পন্ন হয়েছে'। নিজের কথায় 'কুশল' শব্দটিকে যে ইচ্ছে করে ভিকি কৌশলের বিয়ের ইঙ্গিত বোঝাতে 'কৌশল'-য়ে বদলে দিয়েছেন একথা লেখাই বাহুল্য। তবে এসব শুনে চুপ করে বসে থাকার পাত্র তো আর অক্ষয় নন। তাই দুষ্টু হাসি হেসে কিকুকে তাঁর ফের পাল্টা প্রশ্ন, 'বিয়েতে নিশ্চয়ই কিট-ক্যাট খেয়েছিস?' বলিপাড়ায় ক্যাটরিনা যে 'ক্যাট' নামেও ভুল পরিচিত সেকথা তো সকলেরই জানা। তাই অক্ষয়েরও ইঙ্গিত যে কোনদিকে সেকথা কি আর আলাদা করে বলার অপেক্ষা রাখে?
প্রসঙ্গত, চলতি মাসে মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গোধূলিবেলায় চারহাত এক হয়েছে ভিকি-ক্যাটরিনার। নিজেদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে সেখানে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। তারকা জুটির বিয়ের সব ফোটো আপাতত টক অফ দ্য টাউন
প্রসঙ্গত, ভিক্যাটের বিয়েতে বলিউড থেকে গিয়েছিলেন কবীর খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিরা। বলিউডের সহকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়েই নাকি মুম্বইতে বসবে রিসেপশন। যদিও সময়-তারিখ এখনও অজানা।